সত্যের প্রদীপ => সুবীর কুমার ঘোষ

 

সত্যের প্রদীপ

সুবীর কুমার ঘোষ

 

মুখে মুখে এখন মুখোশের মেলা,

হৃদয় লুকায় মিথ্যার আড়ালে।

আলো জ্বলে, অথচ অন্ধকার বাড়ে,

মানুষ খোঁজে মানুষকে মুঠো ফোনে।

 

শিশুরা চেনে না মাঠের সবুজ ঘাস,

আকাশ উঁকি মারে কাঁচের জানলায়।

সম্পর্ক গলে যায় যান্ত্রিক নীরবতায়,

ভালোবাসা মাপা হয় ছবির উজ্জ্বলতায়।

 

শব্দে শব্দে হারায় অনুভবের সুর,

বন্ধুত্ব বেঁচে থাকে হোয়াটস্যাপ, ফেসবুকে।

বিবেক ঘুমায় বিজ্ঞাপনের বিছানায়,

সত্য কথা চাপা পড়ে প্রাণের ভয়ে।

 

তবু কোথাও মানবতা বেঁচে আছে,

মিথ্যা আলোর ভিড়ে সত্যের প্রদীপ-

কখনো নিভে যেতে দিও না,

মানুষ এখনো মানুষের স্পর্শ চায়।

Post a Comment

Previous Post Next Post