দিগ্বিজয়ী ঘোড়া => বিকাশ ভট্টাচার্য

দিগ্বিজয়ী ঘোড়া

বিকাশ ভট্টাচার্য 

 

হাতে কোনো অস্ত্রই নেই তবু মনে হয় দিগ্বিজয়ী

অন্তত মনে হওয়ার জন্য কোনও নিষেধাজ্ঞা নেই 

পৃথিবীর কোথাও। একটুকরো পাথরও 

হাতে নেই----থান ইঁট তো দূরের কথা

গাছেদের প্রাণ আছে ভেবে তার কোমলাঙ্গগুলো

ভেঙে ফেলবার ইচ্ছে হয় না এমন তুলতুলে মনন

মানুষের মন এক দিগ্বিজয়ী পাখি

 

কতবার তোলপাড় করে ওঠে বুক। উপড়ে ফেলতে

ইচ্ছে করে বিষকথার গোপন শেকড়

মাথার ভেতর থেকে ঝেঁটিয়ে বিদেয় করি ধুলোমেঘ

কাঁঠালিচাঁপার গন্ধে ভিজিয়ে দিই বিমর্ষ মুখগুলো

ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি অভ্যস্ত অসুখের ভেতর 

 

কিন্তু ঘুম ভাঙলে সকলেই জেগে ওঠে না। আমিও না

অথচ মুখের ভেতরটা শুকিয়ে চাতক----তাই 

ঘেন্নার থুতুও জিভের ডগায় আসে না

অভিশাপ দিই না কি? যদিও জানি শকুনের শাপে 

গরু মরে না। 

 

হাতে কোনো অস্ত্রই নেই, শুধু দিগন্তজোড়া মাঠে

দিগ্বিজয়ে বেরিয়ে পড়ি দুরন্ত এক ঘোড়ার মতোই। 

Post a Comment

Previous Post Next Post