আমরা কাল্পনিক চরিত্র -- অভিষেক মিত্র

 

 আমরা কাল্পনিক চরিত্র

 অভিষেক মিত্র

 

না আসলেই পারতে তুমি,

আমার পূর্ণ চন্দ্রিমা আকাশে আজ মেঘেরা ভিড় করেছে

সত্যি বলতে, আমি একাই থাকতে চাই

এই তমসা ঘন রাতে, তারাহীন এই আকাশ

আমি তোমার দিকে তাকিয়ে থাকি

আমরা কি শুধুই কল্পনা?

 

কিছুই দেখা যাচ্ছে না এই রাতটায়

যেটাকে ছুঁয়ে চলেছি সেটা তুমি নও -

আমি ধীরে ধীরে বুঝি - এটা শুধুই কান্না

 

সবকিছুই এখন অস্থায়ী আজ, কাল, পরমুহূর্ত

তারা কী আছে?

এই রাত বা এই কান্না, কি সত্যিই বর্তমান?

       

তাহলে এটাই ভালো এইভাবেই ভাববো তোমার কথা

তুমি, আমার এক সিং ওয়ালা পূর্ণিমার চাঁদ

তোমার না আসাই ভালো

তুমি বরং সেই রাতে এসো যেখানে

আমরা আর কাল্পনিক চরিত্র নই

Post a Comment

Previous Post Next Post