কাব্যালাপ -- ২ : তপন বন্দ্যোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

 

কাব্যালাপ 

দ্বিতীয় পর্ব


হোয়াট্‌স্‌অ্যাপে বার্তা বিনিময়


তপন বন্দ্যোপাধ্যায়                  শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়


05/10/2019, 11:21

 

ঝলমলে দিন মহানন্দিত মহাসপ্তমী এল

যেদিকে তাকাই রাজপথ-গলি বিজ্ঞাপনে মোড়া

এত বৈভব মনেই হয় না পৃথিবীতে আছে দৈন্য

রাত জেগে ফেরে আবালবৃদ্ধ প্রেমিক-প্রেমিকা জোড়া।

 

মহাসপ্তমীর শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, 

বেহালা ফ্রেন্ডস --তপন উবাচ


05/10/2019, 11:25

 

ঝলমল করে শরতের রোদ মহাসপ্তমী আজ,

ভুলে গেছি খাওয়া, অঞ্জলি দেওয়া, আর ভুলে গেছি সাজ।

সন্ধ্যারতির দিকে মন নেই, সাংস্কৃতিক বোঝা --

মনে উদ্বেগ আজকেও হবে সবেতেই খুঁত খোঁজা।

 

শুভ সকাল, শ্রীপর্ণা

 

06/10/2019, 10:20

 

আপাতশান্ত চারপাশ, তাতে কত কিছু থাকে না-বলা

দেবী এসেছেন ঝটিকা সফরে, চাই তাঁর একটুকু ছোঁয়া

সন্তান যত আছে সবখানে পুষ্পাঞ্জলি দিয়ে বলে,

সব্বাই যেন ভালো থাকে শুধু এইটুকু আজ চাওয়া।

 

মহাষ্টমীর শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, 

বড়িশা নতুন পাড়া দুর্গোৎসব -- তপন উবাচ


06/10/2019, 10:30

 

গরদ অঙ্গে অঞ্জলি যেন শুটিং-এর প্রয়োজনে,

প্রসাদ হাতেও মাথায় ঘুরছে সন্ধ্যার আয়োজনে।

 

শুভ সকাল, শ্রীপর্ণা

 

07/10/2019, 08:21:

 

এই তো পুজো এল, এখনই নবমী, আজ বাদে কাল শেষ!

এখনও তো বাকি কত মণ্ডপ, বৃষ্টি না হলে আজ

তবু ভাগ্যিস চতুর্থী থেকে শুরু হয়েছিল দেখা

এ ক'দিনে চোখে লেগে আছে ঘোর, মন আছে বিন্দাস।

 

মহানবমীর শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, বড়িশা উদয়ন ক্লাব

মরিশাসের আমব্রেলা রোডের অনুকরণে -- তপন উবাচ


07/10/2019, 21:28

 

আজকে নবমী, আগামী কাল তো বিসর্জনের সুর,

উৎসবে যারা আনন্দে ছিল হয়তো বেদনা বিদুর;

আমি পাস করে ফেল করে গেছি, এমন নিয়েছি দায়,

অসহযোগীকে স্মারক দিয়েও রয়ে গেছি অসহায়। 

 

শুভ মহানবমী, শ্রীপর্ণা

08/10/2019, 10:24

 

চার-পাঁচদিন লাগাতার ঘোরা মণ্ডপে মণ্ডপে

কত যে বিস্ময় আবিষ্কৃত হল দিনভর রাতভর

অবশেষে এল দশমীদিবস-বিসর্জন ক্ষণ আজ

কোথাও একটা চিনচিনে ব্যথা--আবার আসছে বছর।

 

দশমীর শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, 

যোধপুর পার্ক তালতলা -- তপন উবাচ


08/10/2019, 10:28

 

মৃন্ময়ী যাবে বাপের বাড়ি ঝাঁপ দিয়ে পড়ে জলে,

আবাসনে আর যাচ্ছি না আজ, আরামের ঘুম ফেলে।  

 

বিজয়া দশমীর শুভেচ্ছা, শ্রীপর্ণা


12/10/2019, 09:37

 

কত কিছু পাই রোজ--পার্থিব, অপার্থিবও কত

বাঁচার তাগিদে লাগে প্রতিটি দিনের সংগ্রহ

যেমন পাচ্ছি রোজ, কত কিছু দিতেও তো পারি

বরং দিলেই হবে এ জীবন আরও অর্থবহ।

 

আশ্বিনের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


12/10/2019, 11:49

 

ভাবিনি কখনও এত বড় ক্যানভাস

রঙে ভরে গিয়ে উথলে উপচে যাবে।

চেনাশোনা সুখে পূর্ণতা নির্যাস

উদ্বায়ী হয়ে ভিক্ষাপাত্র পাবে।

 

শুভ সকাল, ক্ষণিক আবর্তে -- শ্রীপর্ণা


13/10/2019, 10:09

 

জীবনটা বয়ে যায় প্রতিদিন জীবনের মতো

হঠাৎ দেখলে মনে হবে সাদামাঠা, একঢালা

প্রত্যেক মুহূর্ত যদি করে তুলি অনিন্দ্যসুন্দর

জীবনটা হয়ে ওঠে দীর্ঘ এক মুক্তোর মালা।

 

আশ্বিনের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


13/10/2019, 20:23

 

সারাটা জীবন সরস্বতীর সাধনাই গেছি করে,

মা লক্ষ্মীর কথা বছরে একদিনই মনে পড়ে।

তবু যে তিনি অভুক্ত না রেখে দিয়েছেন আশ্রয়,

স্বনির্ভরতা না পেলেও তাই কৃতজ্ঞ থাকা যায়।

 

শারদ শুভেচ্ছা -- শ্রীপর্ণা


19/10/2019, 09:43

 

আঘাত করেছে কেউ! কটু কথা! অথবা উপেক্ষা!

সেই রাগ, অভিমান এখনও দহন করে কি গো?

এ জীবন ছোট্ট বড়ো, পার হতে সময় লাগে না

কি বা লাভ পুষে রেখে, ভেঙে ফেলো যাবতীয় ইগো।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


19/10/2019, 11:30

 

ইগো কোথায় দেখলে দাদা?

কে করে তার কেয়ার?

ইগো রাখা তারই সাজে,

দখলে যার চেয়ার।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


21/10/2019, 10:21

 

কংক্রিটে ক্লান্ত হই, খুঁজে ফিরি একটুকরো গ্রাম

দূরান্তে পালাতে চাই ফেলে রেখে দমবন্ধ ভিড়

একটু সবুজ মানে মগজ স্নিগ্ধ করা ক্যালপল

আলিঙ্গনে আয়ু দেয় পুষ্করিণী, শান্ত, সুনিবিড়।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


21/10/2019, 12:59

 

গভীর খাদে তলিয়ে আছি আজ দিন দশ বারো।

ভিড় থেকে দূর পালাই আপন মনে,

লেখা কথা ভুলেছি কোন ক্ষণে,

ঘর-গৃহস্তি অযত্নে থাকে আরও

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


22/10/2019, 09:07

 

বাড়ি ফেরবার পথে দেখি পড়ে আছে ফুল সব

শিউলি-বকুল নয়, তবু একা কুড়োই শৈশব।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


22/10/2019, 12:04

 

ফুল নয় পড়ে আছি আমি পথ পাশে,

কেউ ছিঁড়ে গেছে, আর কেউ দেখে হাসে।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

 

25/10/2019, 07:39

 

শুধু কেন দুঃখটাই পুষে রাখো

কখনও পাওনি কোনও সুখ

চাঁদের আলোটা রাখো, ছায়া নয়

নিরাময় করে তোলো গভীর অসুখ।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর বৃষ্টিস্নাত সকাল -- তপন উবাচ


25/10/2019, 08:02

 

দুঃখ বড় ন্যাওটা আমার

তাড়া দিলেও যায় না।

সুখের অতি দেমাক বড়

সাড়া দিতেই চায় না।

 

জীবন পথের সাক্ষী তারা

বাস্তবতার আয়না।

সুখ থেকে যায় ক্ষণস্থায়ী

নিয়ে হাজার বায়না।

 

কষ্ট যখন মাত্রাছাড়া

তখন কেবল কাঁদি;

অন্য সময় দুঃখগুলো

গামছা দিয়ে বাঁধি!

 

শুভ সকাল, শ্রীপর্ণা


25/10/2019, 08:43

 

চমৎকার লিখেছ


25/10/2019, 10:24

 

নয় এ নিছক দুঃখ বিলাস

স্বেচ্ছায় বিষ পান।

যন্ত্রণাতে মর্ষকামীর

আর্তনাদই গান।


29/10/2019, 09:09

 

শুধু কেন ভাইরা-ই ফোঁটা পাবে, বোন‌ নয়

শোনা যায় ইদানীং স্বল্পোচ্চারিত কিছু খোঁটা

দৃশ্যত যাই হোক, ফোঁটা হল পারস্পরিক

বোন যেই ফোঁটা দেয়, ভাইও দেয় মনে মনে ফোঁটা।

 

ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


29/10/2019, 13:58

 

ভাই ফোঁটাতে শুভেচ্ছা দাদা যদিও পিতৃতুল্য,

তাই আপনাকে অভিযোগ ক্ষোভ আরও নানা খুঁটিনাটি

জানিয়ে সমাধান পেতে চাই। বকুনিও অমূল্য,

কথা বেড়ে যায়, তবু রয়ে যায় কিছু নির্যাস খাঁটি।

 

ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা, শুভ সকাল -- শ্রীপর্ণা


08/11/2019, 08:42

 

হঠাৎ ভোরে যাই উড়ে যাই শহর থেকে অনেক দূরে

মেঘ থাক  বা নাই-বা থাক ভিজব সোনা রোদ্দুরে।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল

গৌহাটি হয়ে শিলং এর পথে -- তপন উবাচ


08/11/2019, 09:10

 

অপু দীপু তপু কারও সাড়া নাই,

খড়কুটো হয়ে ঝড়ে উড়ে যাই।

এক পা এক পা না ফেরার পথে--

অবশেষ তাই রেখে যেতে চাই।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


11/11/2019, 07:03

 

বৃষ্টিতমের কাছে যাব বলে কতকাল ধরে দিন গুনছি

অবশেষে কাল পৌঁছে গেলাম বহুকাঙ্খিত চেরাপুঞ্জি।

 

হেমন্তের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল,

পাহাড়ের কোলে মেঘ, চেরাপুঞ্জি -- তপন উবাচ


11/11/2019, 07:48

 

কী গভীর বিষাদে সর্বদা কাঁদছে;

মেঘ জল কুয়াশা কী যে তান বাঁধছে!

পাহাড়ি ছোট্ট গ্রাম, জেলা মৌসিনরাম

মেঘের আলয়ে থেকে আর কী বা করবে?

বুক চেরা ব্যথাকেই পুঁজি করে সেখানেই

গুমরিয়ে গুমরিয়ে চেরাপুঁজি কাঁদছে!

 

জানি না ঘূর্ণিঝড় এর চেয়ে ভালো কিনা--

ক্ষণিক মাতুনি করে তারপর শান্ত।

গুমোট কাটিয়ে শেষে চরাচর ওঠে হেসে

মেঘেরাও যায় ফিরে হয়ে হতক্লান্ত।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


12/11/2019, 06:43

 

কী মায়াময় স্রোতস্বিনী, টলটলে জল, পাবেন কুত্র

ভারত-বাংলাদেশের মধ্যে পাশপোর্টহীন যোগসূত্র।

 

হেমন্তের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল

চেরাপুঞ্জি থেকে শিলং আসার পথে উঙ্গট নদী যা ডাউকি লেক

নামে পরিচিত, তার এপারে মেঘালয় ওপারে সিলেট। -- তপন উবাচ

 

12/11/2019, 08:09

 

কীসের যুদ্ধ কীসের দ্বন্দ্ব কীসের রক্তক্ষয়?

মানচিত্র ও কাঁটার বেড়ায় নদীও মুক্ত নয়।

সে তো বয়ে যায় নিজ গতিপথে যেই দিকে ঢাল পায়,

মানুষ তাকে সীমিত করেছে সীমানার ভূমিকায়।

 

সুপ্রভাত -- শ্রীপর্ণা


14/11/2019, 06:47

 

কে যেন ডাকছে, কে যেন ডেকে যায়, আয় ফিরে আয় নিজের দেশে

যেতে কি মন চায়, সত্যিই কি যায়, প্রকৃতি এখানে কত উদার

মেঘালয়ে থেকে, মেঘ গায়ে মেখে ছিলাম এখানে কি ভালোবেসে

তবু যেতে হয়, মেঘের প্রণয় বুকে ভরে থাকে নিরুচ্চার।

 

হেমন্তের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, এলিফ্যান্টা ফলস, শিলং -- তপন উবাচ


14/11/2019, 07:20

 

শেকড় ছুঁতে

 

মেঘ মুলুকে আবছায়াতে বান ভাসানো চাঁদনি রাতে

অচিন আকাশ স্বপ্ন মেখে কী সুর বাজায়?

জড়িয়ে গায়ে চাদরখানা মাগো আমার ঘুম আসে না

ছাদের ওপর শুয়ে জেগে রাত কেটে যায়।

 

শহর জুড়ে নিয়ন আলো ঝাঁ চকচক চোখ ধাঁধালো

রাতের তারা আকাশ ছেড়ে কোথায় লুকোয়?

এ কোন দেশে আনলে আমায় সন্ধ্যেবেলা আঁধার ঘনায়

জ্বলছে শুধু ফুল্‌কি আলো তারায় তারায়?

 

বড্ড ভালো লাগছে আমার সবুজ খেত সবজে খামার

চোখ জুড়োনো সব তবুও দিন কাটে না।

সময় যেন থমকে আছে আমিই বসে সবাই কাজে

দুদিন হলে দারুণ! পরে মন টেঁকে না।

 

ফ্ল্যাটবাড়িতে দুইটি ঘরে তিনটি মানুষ পরস্পরে

আঁকড়ে ধরে নিজের করে জগৎখানা।

ছোট্ট করে বাঁচতে শেখা বিন্দুখানায় সিন্ধু দেখা

কম্পিউটার টিভি স্ক্রীনে বিশ্ব চেনা।

 

হাতের মুঠোয় জগৎখানাই যখন যা চাই মুহূর্তে পাই

তবু যেন কীসের অভাব ভাল্লাগে না 

বুজলে দুচোখ অমনি দেখি ছুটছি আমি ধূলোয় এ কী!

ডাকছে আমায় পাকুড় গাছের দোলনাখানা।

 

বর্ষার মাঠ জল থৈ থৈ পুকুর ঘাটে হাঁস চৈ চৈ

সব কী করে আপন হল বলতে পারো?

তুমিও কি মা নিজের মনে শহর ছেড়ে কাশের বনে

লাল মাটিতে শেকড় ছুঁতে চাও আবারো?

 

16/11/2019, 06:47

 

একটা কারণে শিলং এর কথা 

কখনও হবে না ফিকে

শিলংবাসীকে একটুও গ্রাস 

করেনি তো প্লাস্টিকে।

 

হেমন্তের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল,

শিলং শহরের ঝকঝকে পথ -- তপন উবাচ


16/11/2019, 07:20

 

চিন্তা এক রাশ রূপ পেতে চায় কবিতার

অস্থির মনের পাশ দিয়ে অসম্পূর্ণ পংক্তিগুলো

                               চলে যায় বার বার।

আমার জানলার বাইরে এলোপাথাড়ি

প্লাস্টিক ছাওয়া ঝুপড়ি,

স্থায়ী রাস্তাবাসীদের অস্থায়ী ঘরবাড়ি।

ওদের সাদা সাদা চূড়াগুলো

না হয় কাশবন ভাবা গেল।

আর ঐ দুটি ছেলে মেয়ে –

খুব কি আলাদা অপু আর দুর্গার চেয়ে?

চলেছে কোথায় মেয়েটি

হাতে ধরে ভায়ের হাতটি

কাশবনের আনাচ কানাচ কেটে?

হ্যাঁ, ওই দিকেই তো রেল ছোটে।

তবে যাত্রী বোঝাই ইস্পাত শ্রেণী

ওদের চোখে বিস্ময় জাগায় না জানি।

আমি কী দেখাব তবে –

আমার অপু আর দুর্গাকে?

ওরা যে রোজ কত কিছু দেখে..

বাস, ট্যাক্সি, অটোরিক্‌শার ধূমায়িত গতি,

ঝাঁচকচক বিএমডব্লিউ, ওপেল কি মারুতি,

আকাশ উড়ন্ত বিমান, সশব্দ জলযান 

রেল কেন পাতাল রেলও নখদর্পণে।

দেখে চায়ের দোকানে টেলিভিশনে

চিত্রহার কিংবা টিভি সিরিয়াল!

আর কংক্রিটের আড়ালে প্রায় আড়াল

বিবর্ণ আকাশটা না কারও চোখে পড়ে না মনে।

শরৎ চলে যাচ্ছে –

আমার ভীষণ ইচ্ছে করছে,

ওদের দেখাই ভরপুর

বিবর্ণ অট্টালিকার প্রাচীর গুঁড়িয়ে

ধুঁয়োর ধূসর পর্দাটা ছিঁড়ে সরিয়ে

এক টুকরো নীল আর শরতের রোদ্দুর.....

 

শরৎ ফুরোল, আবহমান, ২০১০ শ্রীপর্ণা


17/11/2019, 10:21

 

কোন দল ভালো, কোন দলে যাবে

মনে থাকে যদি পাঁয়তারা

সেই দলে যাবে যেই দলে গেলে 

রামসিধে থাকে শিরদাঁড়া।

 

কার্তিকের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


17/11/2019, 10:27

 

ধর্ম তো শুধু অজুহাত,

দেবালয়ে দানবের বাস।

মানুষ সে যে দলের হোক--

আসলে তো পতাকার দাস।

 

শুভমস্তু, শ্রীপর্ণা


20/11/2019, 09:34

 

ভোরে উঠে লগি হাতে সারা পাড়া ঘুরি -- টই টই টই

না বলিয়া আত্মসাৎ অপরাধ নয় ফুল আর বই।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


20/11/2019, 09:40

 

একদা বাগান থেকে কত ফুল চুরি গেছে

তাক থেকে খোয়া গেছে কতশত বই।

এখন আগুন দামে কিনে নিতে হয় ফুল,

কী করে বলুন দেখি সহমত হই?

 

শুভ হৈমন্তী সকাল -- শ্রীপর্ণা


23/11/2019, 10:51

 

মনের ভিতর রোজ জন্ম নেয় অজস্র প্রশ্নের

মানুষ উত্তর খোঁজে, খুঁজতে খুঁজতে কেটে যায় বেলা

হয়তো উত্তর পেল, যে-মুহূর্তে স্বস্তির শ্বাস

দেখল অপেক্ষমান আরও আরও প্রশ্নের মেলা।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ

 

23/11/2019, 10:51

 

নিরবচ্ছিন্ন

 

মুহূর্ত রচিত হয়, মুহূর্তে হারিয়ে যায়--

অবিশ্রান্ত ছুটে চলা সময় পলাতক নয়।

বেগবন্দী অনাদি অনন্তের স্রোতে

নিস্পৃহ গতিময়তা সময়ের বোধে।

বিগব্যাং থেকে শুরু, নাকি তারও আগে

অগণন গণনার শূন্য আবেগে?

শুরুতেই অধরা অন্তহীন গতে

শৃঙ্খলা খুঁতহীন সম গতিপথে।

 

শুভ অপরাহ্ন -- শ্রীপর্ণা


27/11/2019, 09:37

 

যে খোঁজে দু-চোখ মেলে সারাক্ষণ শুধু সুন্দরের

নিজেই সুন্দর তাই অসুন্দরের পায় না তো টের।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


27/11/2019, 09:46

 

যে চোখ শুধু সুন্দর খুঁজে চলে

অসুন্দরের ছায়াও এড়িয়ে যায়;

সৌন্দর্য সে বড়ই অপেক্ষিক

সারাটা জীবন বুঝে ওঠাটাই দায়।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


28/11/2019, 09:42

 

স্রোত এসে ধাক্কা খায়, নিরন্তর মাথা খুঁড়ে মরে

কিছুতে পারে না তারা জগদ্দল পাথর পেরোতে

কী করবে দিশেহারা সেই অনন্ত জলরাশি

নিজেকে বদলে নিয়ে বয়ে যায় অন্য কোনও স্রোতে।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


28/11/2019, 09:48

 

অবিকল আমি যেন অবরুদ্ধ পথে,

ক্রমশ স্তব্ধতাই নিয়তির মতে।

যত বেশি কাতরানি, তত বিনোদন;

তবু শত্রু মাঝে খুঁজে ফেরা আত্মজন।


29/11/2019, 10:07

 

বেরিয়ে পড়েছি পথে ফার্লং গুনে গুনে হাঁটব

গন্তব্য আছে এক সরলরৈখিক না পথ

এদিকে ওদিকে থাকা ফার্লংগুলো রোজ বলে

লক্ষ্য দুরতিক্রম্য নেই তার কোনও বাঁধা গত।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


29/11/2019, 10:57

 

পথের ধর্ম পথ তবে শেষ কথা,

সহযাত্রীরা কেবল বদলে যায়।

বর্ষার দোষ নদীর শরীরে ঢেউ--

নিজেরই কূল ভেঙে চলে অবেলায়।

 

 অথচ সময় খুব অসময় নয়,

বসন্ত ছাড়া কোকিল ডাকছে সুরে।

অসূয়া এবং অনসূয়া পাশাপাশি,

ফসলের বীজ তবুও আস্তাকুঁড়ে!

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


30/11/2019, 10:19

 

ভোরের বাজারে এক বৎস্য

খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মৎস্য

রুপোলি আঁশের অতিগৌরব

ডাইনিং হলে ছাড়ে সৌরভ।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


30/11/2019, 11:01

 

পাতে ছিল রুই তেল ঝোল কৈ

ব্যঞ্জন বাটি বাটি।

সব কিছু হল খুঁজি কোথা গেল

সর্ষে ইলিশ খাঁটি।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


02/12/2019, 09:42

 

যখনই ক্লান্ত লাগে প্রাণ চায় টুকরো বিশ্রাম

খুঁজে ফিরি দেশে দেশে কোনখানে পাই ইচ্ছেগ্রাম।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


02/12/2019, 10:20

 

এক বুক তৃষ্ণা নিয়ে একশো বছর ধরে

চক্ষে আমার নিদ্রা তন্দ্রা আমার চেতনা জুড়ে।

 

আবহমান, শ্রীপর্ণা


06/12/2019, 10:08

 

প্রাচীন বাড়িটি আজ মাকড়সা-চামচিকেদের

আরও ঘর ফাঁকা আছে দেখে এল নতুন ভাড়াটে

ভুজপ্রাংশু বটগাছ, আষ্টেপৃষ্ঠে বেঁধে রক্ষা করে

যাতে ধসে না-উল্টোয় দেওয়াল, কিংবা না-ফাটে।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


06/12/2019, 12:22

 

শুভ হোক নতুন সকাল যদিও কিছুই শুভ নয়

পশুবলি বন্ধ হতে পারে, নারী মাংস ভোজ্য থেকে যায়!

 

মন্দিরে ঘণ্টা ধ্বনি বুঝি চিৎকার ঢাকবার ছল

ভোরের আজান দিয়ে কেউ হাতে নেয় খোলা তরোয়াল।

 

কোমলকে পায়ে ফেলে দলা প্রবলের মানবাধিকার,

উভয়েরই শ্রেণী ভাগ আছে, সংখ্যায় লঘু কিংবা ভার।

 

শুভমস্তু -- শ্রীপর্ণা


09/12/2019, 10:13

 

কীভাবে গল্প লেখে, কী করে সৃষ্টি হয় চরিত্ররা

মানুষেরা হয়ে ওঠে আখ্যান!

লেখক হাসেন মৃদু, সে-কথা কি বলা যায়

কীভাবে তুলিতে নিয়ে অক্ষরসমূহ

ক্যানভাসে দিয়ে যান রূপটান।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল,  চন্দননগর গল্পমেলায় -- তপন উবাচ


09/12/2019, 10:25

 

কিছুই শিখলাম না -- না চরিত্র চিত্রণ

না সময়ের সঙ্গে বৈতসী অভিযোজন।

অকালে সম্ভাবনা কত যায় খসে,

নিশ্চিহ্ন হওয়ার পথে একা আছি বসে।

 

শুভ সকাল – শ্রীপর্ণা

 

09/12/2019, 10:55

 

প্রার্থনা

 

উর্বরতা চাই না আমায় বন্ধ্যা করে দাও।

চতুর্দিকে মাংস পোড়ার গন্ধে আবিল শ্বাস

রুদ্ধ যখন মাতলা বাতাস পরাগ মিলন শেষ

অক্সিজেনের ভাঁড়ার যখন কেবল দহন কাজে

অবাত শ্বসন সচল থাকুক বন্ধ ঘরের মাঝে।

 

জন্ম দেওয়া-- কী আর এমন? ভিখারিণীর কোলে

যখন তখন আবর্জনার মতো জীবন আসে।

ঘিনঘিনে সব স্খলন পতন যখন জিয়নকাঠি

গর্ভদখল অবাঞ্ছিতের সংখ্যা বাড়াই কেন?

যাক ঝরে যাক সম্ভাবনা দারুণ অভিমানে।

 

ক্ষণিক আবর্তে, শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়


15/12/2019, 09:50

 

এক যে বিড়াল, সতর্কচোখ, ভাবছে কোথায় কী পাই

কার কিচেনের দরজা খোলা করছে ঘুরে যাচাই।

 

অঘ্রানের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


15/12/2019, 10:08

 

কার বাড়ি সরভাজা কার বাড়ি পান্তো

সব নখদর্পণে ম্যাও পুষি জানত।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


18/12/2019, 09:43

 

মাঠ-ময়দান, খবর কাগজ, উড়ছে দেদার আগুনকথা

বুকের মধ্যে ক্ষরণ চলে, মনের মধ্যে অস্থিরতা।

 

পৌষের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


18/12/2019, 10:47

 

কার আছে অনুমতি অনন্ত মৃগয়ার,

কার কাছে প্রাণ নাশ খোলে স্বর্গের দ্বার?

সবাই সবটা জানি, করি না জানার ভান;

নিরপেক্ষতা পায় খুঁজে নয়া অভিধান!

 

তার মাঝে কিছু কথা বোধ কুরে কুরে খায়

তার মাঝে শৈশব অকালে হারিয়ে যায়।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


19/12/2019, 10:52

 

পথ-চলা আর মসৃণ নয়

শান্ত জীবন ব্যস্ত করো

চারপাশ জুড়ে অশনিবার্তা

জীবন হচ্ছে জটিলতর।

 

পৌষের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


19/12/2019, 12:42

 

বড় পিছুটান বড় পিছুটান কবি

দুই পা এগিয়ে চার পা পিছিয়ে পড়ি।

প্রদীপের নীচে ঘন আঁধারের মতো

সঞ্চয় আজ খেলনার হাঁড়িকুড়ি।

 

তোমারই পারো ভুলে ভরা সঙ্গমে

কাব্য শয্যা সাজাতে অলীক ছাঁচে;

 যযাতি যেমন চুরি করা যৌবনে

পুত্রের দেহে উদ্বাহু হয়ে নাচে!

 

 শতায়ু হন -- শ্রীপর্ণা


07/01/2020, 10:27

 

শীত জুড়োতে কেউ বা লুকোয় উল-পোশাকে হাজার রং

কেউ বা মোজা, মাঙ্কি-টুপি, দস্তানায় জবরজং

কেউ বা পোহায় আগুন জ্বেলে, কেউ বা পোহায় রোদ্দুরে

কেউ বা পোহায় বাজার গিয়ে, দাম শুনে যায় হাত পুড়ে।

 

পৌষের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


08/01/2020, 11:41

 

শুভ হোক নতুন সকাল

সর্বনাশ ঘুচে আসুক সব্জি ও ফুলে ভরা পৌষমাস।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা


24/02/2020, 09:37

 

কোকিল ডাকছে কোয়েলা কোথায়

কুহু কুহু কুহু তাল গুণে

ভালোবাসিবার এই তো সময় 

পলাশশোভিত ফাল্গুনে।

 

ফাল্গুনের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ


24/02/2020, 13:23

 

অথচ সময় খুব অসময় নয়

বসন্ত এসে কোকিল ডাকছে সুরে।

অসূয়া এবং অনসূয়া পাশাপাশি,

ফসলের বীজ তবুও আস্তাকুঁড়ে!

 

একক অপরাহ্ণ -- শ্রীপর্ণা


27/02/2020, 10:41

 

অভিনন্দন তো প্রশংসা নয়, দায়িত্ব নেয়ার দায়ও

অভিনন্দন আর এক অর্থে এগোনোর উৎসাহ।

 

ফাল্গুনের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল -- তপন উবাচ

27/02/2020, 10:46

 

তাই বোধহয় মন লাগে না সৃজনে

লেখা যদি হারিয়ে যায় বিজনে।

 


Post a Comment

Previous Post Next Post