স্বয়ংসিদ্ধা -- অপর্ণা দেওঘরিয়া

 স্বয়ংসিদ্ধা

অপর্ণা দেওঘরিয়া 


তুমি তো স্বয়ংসিদ্ধা সত্যাশ্রয়ী  জল্লোচ্ছ্বাস আহ্লাদী 

অস্থির সময়ে উন্মোচিত চিত্তে তোমাকে  দেখছি জীবন জুড়ে 

দেবীর মতরাজনন্দিনীমত,ফুলের মত,মায়ের মত

জ্যোর্তিময় রুপে,

সত্য সুন্দরের জয়গানে,মানুষের পাশে মানুষের  মনে

অজস্র ভালোবাসার আলোতে, 

মায়াময় বিশ্বাসে আমাদের জীবন  শান্ত  সুন্দর হয়

নদীর মত,সানাইয়ের সুর তুলে সাবেকি ছন্দে -----

 

অজস্র রৌদ্রস্নানে  সুবাসেসহস্র প্রেমে আমরা ভিজি

অচেনা সুজনে সৃজনে দূর নীহারিকায়,

তোমার  আঙুল ধরে পার হই জলস্রোত 

প্রাচীন  বৃক্ষের মত তোমার  আঁচলে শান্তি সুখে  ভেজায়  মন প্রাণ অন্তর-----

 

কত অহংকার পুড়ে যায় তোমার  স্পর্শ  সুখে 

কত কথামৃতের অবিশান্ত মনে তুফান তোলে জীবনের---

কত শত বন্ধনে আমি রঙিন  হয়ে উঠি 

অষ্টপ্রহর ভিজি তোমার ছায়ায় স্নেহ চুম্বনে 


Post a Comment

Previous Post Next Post