সপ্তডিঙি

  সপ্তডিঙি

অমৃতা খেটো

 

বইয়ের পাতায় পাতায় শব্দের বাগানবিলাস

অক্ষরের রং-তামাশাজোনাকিদের কান্নাকাটি--

একটুও বাড়িয়ে বলছিনাকমিয়েও না

সাক্ষী আছে ঢলঢল জোছনানক্ষত্রের নির্নিমেষ

দৃষ্টি আর কদমফুলের ঢুলুঢুলু চোখ.....

 

সারারাত নিঃশব্দে শিশির পড়ছে ঘাসে ঘাসে

ঘাসপরিবারের শরীর-মন শুদ্ধপবিত্র

সকালে ঠাকুরের চরণস্পর্শে দূর্বা হয়ে মুক্তি......

 

এত কষ্টের পরও শব্দের শতদল ফুটেছে

অক্ষর-প্রজাপতি মৌমাছিরা বিনা নিমন্ত্রণে হাজির

পৃথিবী ভ্রমণ সেরে কবিতার সপ্তডিঙি এসেছে

তোমরা ধান-দূর্বা দিয়ে বরণ করে নাও

এটাই তো সুবর্ণ সুযোগ.....

Post a Comment

Previous Post Next Post