জীবন আর সরল থাকে না
ফটিক চৌধুরী
একটি সকালকে বিনীত বলা যেতেই পারে
যেখানে নির্মল হাওয়ায় আন্দোলিত হয় গাছ
পাখিরাও ডানা ঝেড়ে দূর করে তাদের বিষাদ
আকাশ তো জেগে থাকে, প্রহরা দেয়
ঘুমের জড়তা কাটিয়ে দেয় সবার।
একটি কিশোরী মেয়ে সকাল হতে চায়
তার নিষ্পাপ শরীরের ওপর দিয়ে
একটি সম্পূর্ণ দিন হেঁটে গেলে
কোন কীট এসে তার নরম ত্বক ছুঁতে চায়
এইসব সন্দেহষ্পর্শ তাকে সাবালিকা করে তোলে।
আমাদের কান্নার ভেতর বৃহৎ কান্না লুকিয়ে থাকে
যেখানে একটি জটিল দিন ঢুকে গেলে
অ্যাসিডবৃষ্টি শুরু হয় মনের ভেতর
তখন গোধূলির ঠোঁটে বেজে ওঠে পাখিদের শিস
দিনান্তে কিশোরী মেঘ বৃষ্টিপাতে ভিজিয়ে দেয় বিষণ্ণ বিকেল
সন্ধ্যার মায়াবী চাঁদ এসে জীবনকে রহস্যময় করে তোলে
আমাদের জীবন আর সরল থাকে না।