মহামায়া

 মহামায়া

শুকদেব দে

যতই দোলুক কাশ আনন্দের হাওয়ায়
ক্ষণিক পরেই সে নগ্ন,
পূজোর সাদা জামা ছিঁড়ে যায়,
সে জায়গায় চরে সাদা গরু৷
সে ফুলের গুঁড়ো খুবলে খায়
শীতের দাঁতাল অসুর,
তবু সে মায়ায় বুক পাতি আরবার:
বিসর্জনের তীরে গুমরে মরে একা শূন্য তরী...


Post a Comment

Previous Post Next Post