সাদামাটা জীবনের গল্প

 সাদামাটা জীবনের গল্প

করবী মুখোপাধ্যায়

 - গলি  - গলি দিয়ে হেঁটে যায়
  সে আরো কত কে
আমিও হাঁটি তাহাদের সাথে 

নদী বয়ে যায়  এঁকে বেঁকে
রেখে যায় কুলু কুলু ধ্বনি
ধুয়ে দেয় পাড়ে জমা শোকের আগাছা 

হাওয়া  বলে দু - চার কথা
ফিসফিসতির তির কাঁপে পাতা
চোখের,  তারা জ্বলে  ঝিকমিক
গায়ে  লাগে জোছনা  শিশিরের স্পর্শ 

এমনি  বহে ধারা গুটি কয়েক বর্ষ 
কর্কট থেকে মকরে যাত্রা,
উত্তরায়ণ হতে দক্ষিণায়নের পথে
ক্রমে  দীর্ঘ হয় ছায়া  
ছায়া ভাসে হাওয়ায়
দ্রব হয় নদী জলে 
বলে যায় গল্প আমাদের
সাদামাটা  জীবনের ।।

Post a Comment

Previous Post Next Post