সেলফি
দেবার্ঘ সেন
আমাদের যাদের ব্যক্তিগত আয়না নেই
নেই বারেবার নিজেকে দেখার বাতিক;
তাদের ব্যক্তিগত আয়না অসম্ভব রকমের স্বচ্ছ।
নিজের থেকে বেরিয়ে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে,
অনুমানে তারা খিদের মত স্পষ্ট ধানের মত সোনা।
এই শীতের অবেলায় ফেরার পথে
যে গাছটিকে প্রণাম সারছে সূর্য
সেই গাছটির কথার কাছে আমাদের মাথা নীচু করে
দাঁড়ানোর সময় এসেছে।
এ জীবন চাষের খেত ছাড়া আর কিছু কি
এখানে নেই কোনও জয়পরাজয়, নেই ঝুঁকি
সবই তো সেই অন্তিম আলেয়া..