বিস্ময়

বিস্ময় 

অবিনাশ দাশ

অন্ধকারতো দেখেছি আমি,

কৌতুক ভরা নিরুত্তাপ হাসি!

সামনাসামনি দাঁড়িয়ে চমকে উঠছি-

বিরক্তিকর ইন্টারভ্যালে বেশ আড়ষ্টতা;

তবু যান্ত্রিক আবেশে জেগে আছি অনেক্ক্ষণ 

 

জীবনের দুর্বার খেলায় দূরত্ব বেড়েছে, 

ব্যাপ্ত হাহাকারে সাজানো বুক!

বিস্মিত ভাবে তাকিয়েই আছি-

মেহিনী মায়ায় নিঁখুত অনুভব নেই, 

চিনচিনে ব্যথাটাই শুধু আঁচড় কাটে!

 

জীবনের অভিধানে সময় বড় নিষ্ঠুর!

সবই কেমন যেন অ্যাবস্ট্রাক্ট!

নিজেকে খোঁজার উৎসাহ নেই-

বরং আপত্তি আছে ;

তাই মুখ ঘুরিয়ে নেওয়া অন্যদিকে! 

 

ক্লান্তির শিথিলতায় অতৃপ্তি আছে!

প্রচন্ড কৌতুহলে ছটফট করাও আছে-

তবু অকৃত্রিম সরলতায় ভাঙনের সংকল্প নেই!

ঘনিয়ে আসা গাঢ় অন্ধকারে 

নির্বাক দুঃখের প্রতি কোনো সহানুভূতি নেই!

Post a Comment

Previous Post Next Post