মাঝদরিয়া

 

মাঝদরিয়া

রথীন পার্থ মণ্ডল

 

রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ

তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে

একদিন ভেঙেছিল ঘুম

ঘুম ঘুম চোখে দেখেছিলাম  তারাদের আনাগোনা,

তুমি তো ছিলে আমারই পাশে হাতে হাত রেখে... 

দমকা হাওয়ায় নিভে গেল সব

অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে 

মাঝদরিয়ায় ভেসে চলি কিনারার খোঁজে

Post a Comment

Previous Post Next Post