রাতের কালো => রাজর্ষি মন্ডল

 

রাতের কালো

 রাজর্ষি মন্ডল


যে মেয়েরা একলা থাকে হায়নারা পায় বাগে 

বন্ধ্যা সমাজ মুখ লুকিয়ে অন্ধকারে জাগে।

 

ভয়ের বাতাস রাতেই ওড়ে যোগ্য মেয়ের খোঁজে 

ঝাঁপিয়ে পড়ে হিংস্রতায় রক্তের স্বাদ বোঝে।

 

প্রতিবাদী নারী হলেই শিকার সহজ হবে

ঝঞ্ঝা ঝড়ের রাতগুলো সব মিছে কথাই কবে।

 

জান্তব এক ঘৃণার পাহাড় পুষছে মানুষ বুকে

সস্তা কালি নারীর মুখে মাখায় অলীক সুখে।

 

অদ্ভুত সেই আঁধার নামে বাহির কিম্বা ঘরে

আগলে রাখার ঢাল যে মেয়ে, সেই মেয়েটাই মরে।

 

নিখিল বিশ্ব জাগছে এবার নিচ্ছে রাতের দখল

রাতের কালো মুছিয়ে দিয়ে হবেই নারী সফল।

 

কালো হাতের লম্বা নিশান নামবে এবার ভূঁয়ে

জীবন যদি না থাকে তাও অন্য জীবন ছুঁয়ে।

 

সেই জীবনে সব মেয়েরা অসুর ধরে ধরে

প্রলয় নাচন নাচবে মেয়ে গড়বে নতুন করে। 

Post a Comment

Previous Post Next Post