।। স্বাধীনতা ।।
স্বাধীনতা মধুময়, স্বাধীনতা স্বর্গসুখ স্বর্গ সুধাভরা ভালবাসা রত্ন হার
স্বাধীনতা আত্মবলিদান রক্তঝরার মহোৎসবে অর্জিত অধিকার ।
রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের স্বাধীনতা
শৃঙ্খল ভেঙে এসেছি এতটা পথ পিছনে দুঃস্বপ্নের পরাধীনতা ।
হাসিমুখে কত প্রাণ কত গুণীজনে দিয়েছিল বলিদান
ফাঁসির মঞ্চে গেয়েছিল যাঁরা জীবনের জয়গান ।
এতদিনে এই স্বাধীনতায় কি পেয়েছি যদি হিসাব করি আজ
দেখি দুর্নীতির পাহাড় বসে শাসন করে নির্লজ্জ সমাজ ।
দেশ ভেঙে টুকরো করেছি, প্রতিবেশীর রক্তে রাঙিয়েছি হাত ।
শৌর্য বীর্য হারিয়ে হয়েছি ঘোর বজ্জাত ।
জ্ঞান গরিমা় যেটুকু ছিল পিছনে এসেছি ফেলে