স্বাধীনতা => গণপতি সমাদ্দার

স্বাধীনতা 

গণপতি সমাদ্দার


স্বাধীনতা মধুময়, স্বাধীনতা স্বর্গসুখ স্বর্গ সুধাভরা ভালবাসা রত্ন হার

স্বাধীনতা আত্মবলিদান রক্তঝরার মহোৎসবে অর্জিত অধিকার ।

রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের স্বাধীনতা

শৃঙ্খল ভেঙে এসেছি এতটা পথ পিছনে দুঃস্বপ্নের পরাধীনতা ।

হাসিমুখে কত প্রাণ কত গুণীজনে দিয়েছিল বলিদান 

ফাঁসির মঞ্চে গেয়েছিল যাঁরা জীবনের জয়গান ।

এতদিনে এই স্বাধীনতায় কি পেয়েছি যদি হিসাব করি আজ

দেখি দুর্নীতির পাহাড় বসে শাসন করে নির্লজ্জ সমাজ ।

দেশ ভেঙে টুকরো করেছি, প্রতিবেশীর রক্তে রাঙিয়েছি হাত ।

শৌর্য বীর্য হারিয়ে হয়েছি ঘোর বজ্জাত ।

জ্ঞান গরিমা় যেটুকু ছিল পিছনে এসেছি ফেলে 

মেধা পালায় আজ বিদেশে দেশ ছেড়ে দলে দলে ।

যে স্বাধীনতা ভেঙেছে বিশ্বাস, টুকরো করেছে দেশ

যে স্বাধীনতা ভালবাসা নিয়েছে ছিনিয়ে, দিয়েছে বিদ্বেষ 

যে স্বাধীনতা বিভেদ ঘৃণায় ভরেছে মন

যে স্বাধীনতা কেড়েছে সুখ স্বাচ্ছন্দ্য ধন

সে স্বাধীনতা, স্বাধীনতা নয় !

যে স্বাধীনতা জীবনকে করেছে বিষময়।


স্বাধীনতা তো দেয়নি আমাদের কোন অনৈতিক অধিকার 

তবু কেন অলংঘ দুর্নীতি চাপা পড়ে যায়, হয় না বিচার ?

মেলা খেলা অনুদান তোষণের নিশ্চিত ভোটব্যাঙ্ক

ক্ষমতার আস্ফালন আর মিথ্যাচারের জয় ঢাক ।

স্বাধীনতা মানে আজa শাসকের ছত্রছায়ায় বেপরোয়া গুন্ডারাজ

প্রতিবাদীর কণ্ঠ রুদ্ধ করে অশালীন ঔদ্ধত্যের অভব্য মেজাজ ।

হকের চাকরি চেয়ে হাজারো শিক্ষক আজ মার খায় রাজপথে

শিক্ষা স্বাস্থ্য বেহাল জাতির ভবিষ্যত বিপথে ।

ভোট উৎসবে বলি হয় হাজারো মানুষ এই স্বাধীনতায়

অভয়ারা পায়না বিচার, চোখের জলে দুয়ারে দুয়ারে প্রিয়জন অসহায় ।

Post a Comment

Previous Post Next Post