ধ্বংসের বন্দীশ
এখন কেবলই ধ্বংসের ধ্বনি শোনা,
এখন শুধুই অন্তিম দিন গোনা--
পৃথিবীকে প্রাণ দিয়ে ভালোবেসে দেখি
আত্মঘাতীকে আটকাতে পারি কিনা।
হিংস্র প্রকৃতি জড়িয়ে নিজের জালে
স্রষ্টা হয়েও দাসত্ব শৃঙ্খলে!
সাম্য শান্তি মেয়েলি কল্পসুখে
ফানুস উড়েই ঝরে যায় রসাতলে।
করালী মা তুমি নিছক পুত্রঝোঁকে
নিজেকে রচেই খেয়ে ফেলো একরোখে...
আমি দেখে যাই দেখছি অহর্নিশ,
আমি শুনে যাই ধ্বংসের বন্দীশ--
চোখ বুজলেও দেখছি অহর্নিশ,
দু' কান চেপেও ধ্বংসের বন্দীশ!