চিঠি
সঙ্গীতা ব্যানাজী
মন,
একা বিভ্রান্ত যুক্তি তর্কে।
বেহিসাবে তালগোল জীবনীর অঙ্কে ।
ঠিক বেঠিক শব্দ বহতানবিশ ।
নিঃশ্বাসে জাগে দুরত্বের ঘ্রাণের তীর।
শরীরের পশমগুলো মধ্যবিত্তের কোলে
দাগীর স্বপ্ন দেখায়।
মাধবীলতা আর শ্বেতপাহাড়ের ঝর্ণার বুকে
বং ক্রাশ স্যোশাল সার্কাসে প্রোমোট ভোলায়।
স্মৃতিগুলো আজ পরবাস,
ইচ্ছুক কিছুরই নেই সহবাস।
সেতার পিয়ানোর সব ক্যালকুলেসন গেছে বনবাস।
দেখলাম, খোলা খিড়কির ধার নেমে
একঝাঁক শঙ্খ চিল তেতলার ছাদ থেকে
নিপূন ভাবে গেল বেয়ে।
এমন ভাবে মন মাফিক আশ্রয়ে ফিরে যেতে পারি,
যেখানে মরসুম সানসেট মিশেছে রামধনুর কার্নিশে।
হতেই পারে অজানা কোন সর্বনাশ সেখানে
সাক্ষী থাক না মৃগনাভী আর বন পলাশ বারোমাস।
তখনই কি প্রথম শহর জুড়ে
বৃষ্টির বৃত্তের মোহনা ছুঁয়ে
নামবে অজান্তের অজুহাতে
আবাসিক ভালবাসার রাত?