দোর

 

দোর

শঙ্খশুভ্র পাত্র

 

বাধা, একমাত্র জয়৷ শব্দপথ, শপথ রঙিন
ছকভাঙা...অনাহূতপড়ে থাকে ধুলোবালি-ভাষ্য,
একান্তে কত না রাত, বর্ষাধারা, অপ্রমত্ত ঋণ
চতুর্দশপদী জুড়ে তুমি সে-মহৎপ্রাণ, আর্ষ৷

ভাবে বদল এনে বাস্তবিক রুচি, চারুকলা
নাগরিক উচ্চতার স্পর্শ পেলে, তুঙ্গ শিরোনাম
শুধু কি সাক্ষাৎকার? মরুডাঙা, স্বপ্নাধিক জলা,
পিপাসা ছিল না বুঝি? ছিন্নসূত্র, দুনিয়া তামাম

পরস্পর শষ্পদেহ, আমি এই নিত্য বুঝি, ধ্রুব
কে আর মেলায় কেয়া, মৌসুমীর মৃদু আবাহন?
অবাধ্য বরিষ, শিষপ্রদীপের প্রাণে, ধানে, শুভ
যে-কিনা এখনও চায় ছকভাঙা আসরের মন৷

বাধা, একমাত্র জয়সাদা সেই শব্দপথ ঘোর
অনেক অব্দের পরেকেউ যেন খুলে দিল দোর৷

Post a Comment

Previous Post Next Post