বারুদের স্তূপে এর উপরে

 

বারুদের স্তূপে এর উপরে

 শ্রীমন্ত দে

 

বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছি

চারিদিকে শুধু আগুন আর আগুন

একটুখানি স্ফুলিঙ্গ এলেই সব শেষ

এখানে চোখ-কান খোলা রাখতে হয়

সাবধানে পা ফেলতে হয় নিরন্তর

তবুও মনের ভিতরে একরাশ ভয় আর ভয়

মাঝরাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে

আগুনের মাঝে শুধু আছি সীতার মতো

শরীরে মনে অসহনীয় দহন জ্বালা

একটু শীতল বাতাসে আলিঙ্গন করে

বলে যায় - হল মানুষের কর্ম ফল

ভুলগুলো তখন কাঁটার মতো বিঁধতে থাকে

গাছের ডাল থেকে কালপেঁচারা ডাকে

কিছু পাখি ভয়ে ছটফট করে

তখন আরোও শঙ্কা হৃদয়ে আঘাত হানে

একদিন বারুদের স্তূপে আগুন লাগে

স্বপ্নের মতোই পুড়তে থাকি শুধু একা

পড়ে থাকে ছাই আর শুকনো হাড় 'খানা

Post a Comment

Previous Post Next Post