ইচ্ছেতরী
লাবণী ধর
ইচ্ছে গুলো ভাসিয়ে দি এক
এক করে
-
বইয়ের পাতা উল্টে গেলেই - অতীত উধাও।
আশা করা শুধুই বৃথা জীবন থেকে,
সুস্থ ভাবে বাঁচার ইচ্ছে শুধু রেখে।
ওই যে
দূরে লোভের সুতো বাতাস মাঝে,
ধরতে গেলেই শেষের পাতায় বিবেক কাঁদে।
শিশির দেখে মনে পড়ে স্বচ্ছ ছবি,
ভালোবাসার অর্থ যে আজ খুঁজেই
মরি।
রামধনুটা আজ
যে লাগে বড্ড বেরং,
প্রেমের মাঝে ভর্তি দাবি, কত ভড়ং।
মনটা যদি চাইতে শুধু দিতাম ভরে,
জিততে পারি প্রেমের তরে, সবটা লড়ে।