দৃপ্ত বাজিকর
রবীন
বসু
মাথার ভিতরে আরও একটা মাথা
তার মধ্যে করোটি, ভিতরে ঘিলু
কুঞ্চিত স্পর্শময় চেতনের সাড়া।
প্রাণও ঐশ্বর্য জানে আকুলিত বাঁচা
প্রাত্যহিক যত
বাধা সুমসৃণ নয়
কঠিন সংগ্রাম জানে জীবনের মানে।
এই তো
পরিধি জানি,
অস্থির উন্মন
সাংকেতিক ভাষালিপি হৃদয়ের গ্রাফ
বিপদসীমায় থামে দৃশ্যত প্রেজেন্টেশন
সভ্যতা ককিয়ে ওঠে মৃত্যু-পরোয়ানা
নিয়ে
প্রাচীন বল্কল থেকে পুনরায় সবুজ পাতা
জীবন টানছে এক আশ্চর্য দৃপ্ত জাদুকর!