বিবর্তন
বর্ণালী মুখার্জী
পৃথিবীর গতিপথে চক্রাকারে ঘুরছে মনুষ্য জীবন,
ঘুরছে চক্র ঘুরছে আগামী ঘুরছে সভ্যতা_
প্রকৃতি শুধু মুখ লুকিয়ে খুঁজে বেড়ায় আলো;
খুঁজে পাবে কি নতুন করে সৃষ্টি তত্ত্ব রহস্য।
অতীতের গর্ভে হারিয়ে গেছে কত শত নগরী,
ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা স্মৃতিময় কাহিনী।
ধর্ম ভাষা সংস্কৃতি বৈচিত্র্যের মেলবন্ধন,
প্রত্যেকে খোঁজে আপন বৃত্ত আদি অনন্তকাল।
বেদ উপনিষদ গীতা কোরান আদি সৃষ্টির ইতিহাস,
লিপির ভাষা পুঁথির ভাষা পুরা সৃষ্টির পুনরুদ্ধার__
আদি অন্ত মধ্য প্রাচ্য পাশ্চাত্যের বীজ,
বিচিত্রতার সমাহারে ভরা শস্য-শ্যামলা দেশের মাটি।
নদী হারায় গতিপথ খোঁজে নতুন ঠিকানা,
ধ্বংসের মাঝেই উত্থান_ গড়ে ওঠে নতুন সভ্যতা।
সৃষ্টির আদিলগ্নে ভেসে ওঠে মন্ত্রোচ্চারিত ধ্বনি,
আদম ইভের ভালোবাসার বীজ ছড়িয়ে পড়ে অনু পরমানুতে__
নবজাগরণের নববার্তা মুখরিত প্রকৃতির বুকে;
মহাকাব্যের প্রেক্ষাপট রচিত হয় প্রতি বিপ্লবের শেষে।