পাঁচন
উঁচু চেয়ারে বসেছো বলেই যে
তোমার প্রতিটি কথা সত্যি বলে মেনে নিতে হবে --
এমন তো কোন কথা নেই।
কেন না "To err is human."
হে মহামান্য তালেবর!
তোমার যদি কোন ভুলই না হয়,
তাহলে কি ধরে নেবে-- তুমিই ঈশ্বর?
তবে তো বুঝতে হবে, তোমার পাপের ঘড়া
এতো দিনে পূর্ণ হয়ে গেছে।
অস্বচ্ছ দূরের দৃষ্টি, অস্পষ্ট কলঙ্ক
রেখা—
সব কিছু ভুলে হে মহামহিম ক্ষমতাধর
সিংহাসনের মৌতাতে ভুলেছো সময়।
ভুলেছো কালের গতি, রথচক্র দাগ।
তোমার ভীমরতি ছাড়াতে চাই
পাঁচনের দাওয়াই হাতে রাজ বদ্যি বাঘ।