সহজিয়া
সৌরভ পাত্র
হাসনুহানা বোহেমিয়ান সভ্যতার বুকে দাঁড়িয়ে
বড়ো বড়ো কথকতায়
আসর জমিয়ে রাখে জিঁইয়ে!
ভুলবো না কখনও সুখে দুঃখে রোগে শোকে
আকাশকুসুম কল্পনা
করে পেয়েছি যে তোকে!
তুই ছাড়া এ আমি একা
শুধু শুধু লাগে না কিছুই ভালো
সব পেয়েছির আমি'টি
আজ অন্ধকারে আধোকালো!
সহজিয়া আজ শূন্য
হয়ে গোলাকার এই পৃথিবীর বুকে
নিঃসঙ্গতার সঙ্গী
খোঁজে দূর আকাশে মেঘের মুলুকে!
মেঘের মুলুক কুলুপ
এঁটে বসেই থাকে একান্তে সংগোপনে
নীরবতা ভঙ্গ করে কে
এমন আছে হাত তুলে বলো জনে জনে!