সীমান্ত প্রহরায় লাদাখ ।। ১১ ।। প্রত্যাবর্তন


 ১১

প্রত্যাবর্তন

১ আগস্ট

        রাতে জেগেই কাটালাম। কয়েক ঘণ্টা পরেই ভোর ৪টের মধ্যে বিমানবন্দর পৌঁছোতে হবে। শরীর আমারও বইছে না। স্নায়ুর জন্য দুটো ওষুধ ফুরিয়ে যাওয়ার ফলে ঘুমের ওষুধ নিয়েও ঘুম এল না। পা শিরশির করছে, ঘনঘন ওঠা বসা। অগত্যা রাত জেগে দু’দিনের দিনলিপিই লিখে ফেললাম।

        ১লা আগস্ট স্বর্গ থেকে মর্ত্যাবরতণের অনুভূতি নিয়ে আবার দিল্লী হয়ে কলকাতা। তবে এবার নামা ও ওঠা দুটোই টার্মিনাল-২-এ বলে বাসে চড়তে হয়নি। বরং দিল্লী বিমানন্দরের দ্বিতীয় প্রান্তিকে প্রাণভরে বাতায়ন ক্রয় করতে গিয়ে একটি প্রসাধনীর দোকানে বিনি পয়সায় মডেল হয়ে অল্প সেজেও নিলাম।

 

প্রয়োজনীয় নির্দেশিকা

 

অত্যাবশ্যক:

ইনার লাইন পারমিট

পোস্ট পেইড মোবাইল কানেকশন

 

যাতায়াত:

সাধারণভাবে যাওয়ার প্রচলিত পথ তিনটি –

১. সোজাসুজি বিমানে করে লে বিমানবন্দরে অবতরণ। সেক্ষেত্রে নতুন পরিবেশে শরীরকে aclametise বা খাপ খাওয়ানোর জন্য অন্তত ২৪ ঘণ্টা বিশ্রাম দেওয়া বিধেয়।

২ হিমাচলের মানালি গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে লে। এই যাত্রাই একটা দুরন্ত অভিজ্ঞতা। তাতে স্বভাবতই সময় বেশি লাগে, কিন্তু শরীর ধাপে ধাপে উচ্চতা, অক্সিজেন মাত্রা ও পাহাড়ি ঘাটির অস্বাচ্ছ্বন্দ্যর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। সেক্ষেত্রেও পথশ্রম ও ক্লান্তি দূর করতে শরীরই হয়তো ২৪ ঘণ্টা বিশ্রাম চাইবে।

৩. কাশ্মীরের শ্রীনগর গিয়ে সেখান থেকে কার্গিল ও দ্রাস বিভাগ আগে দেখে লের দিকে আসা। 

অসাধারণ ভ্রমণপিপাসুরা বাইক, হাইক অনেক কিছুই করতে পারেন।

 

আস্তানা:

নিজেরা স্বাধীনভাবে গেলেও যেকোনও ট্রাভেল এজেন্ট দিয়ে ভ্রমণসূচি অনুযায়ী হোটেল বুক করিয়ে নিতে পারেন। MakeMyTrip, OYO, Tripadvisor, GoIbibo – ইত্যাদি বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলির ওয়েবসাইট থেকে নিজেরাও বুক করা যায়।

ভারত সরকারের স্থলবাহিনী, সীমা সড়ক, রক্ষা লেখা বিভাগ – এসব বিভাগের সরকারি আস্তানা পেলে কম খরচে ভালো থাকা যায়, কিন্তু সেগুলো বাজার ও প্রচলিত পর্যটন কেন্দ্রগুলো থেকে সচরাচর দূরেই হয়।

যে দু’টি স্থানে হোটেলে ছিলাম সেগুলোর নাম ও যোগাযোগ নম্বর দিলাম:

হুন্দর: Happy Day Guest House, Nubra, Leh Ladakh - 194401, Hunder, Near Sand Dune (মাঝারি মানের)

সুমুর: A O Guest House, Sumur Village, Near Siachen Highway, Nubra. 9469731976 (ভালো)

 

বাহন:

চাইলে মানালি, লে, দিল্লি যেখান থেকে সুবিধা, গাড়ি বা মোটরবাইক ভাড়া নিতে পারেন। লে থেকে আমাদের চালক ছিল রিগজ়িন। চলভাষ: 9419848558, 9596846604


সঙ্গে রাখুন:

১. সব ঋতুতেই গরম জামা, রোদ চশমা। গ্রীষ্ম বা বর্ষায় গেলে ছাতা ও সানস্‌স্ক্রীন।

২. নিজের নিয়মিত সেবনের ওষুধ ছাড়াও সাবধানতা স্বরূপ রাখুন বমি, মাথা ঘোরা ও Diamox জাতীয় ওষুধ। তাছাড়া পেট ও হজমের ওষুধ, অ্যান্টি অ্যালার্জিকও রেখে দিন। পাহাড়ে ওষুধের দোকান একেবারে বিরল।


আলোকচিত্র সৌজন্য: উর্বী চ্যাটার্জী, শুভঙ্কর চ্যাটার্জী, অমিত রায়চৌধুরী (লে প্রাসাদ) ও লেখিকা


অতিরিক্ত তথ্যসূত্র :

১. https://en.wikipedia.org/wiki/Khardung_La

২. https://devilonwheels.com/top-12-highest-motorable-passes-roads-world/


পূর্ববর্তী পর্ব : ১০ ।। লে সার্কিট-২ (খ)   


Post a Comment

Previous Post Next Post