পুজো পুজো গন্ধ

 

পুজো পুজো গন্ধ

গোবিন্দ মোদক

 

আশ্বিন মাস আবার আসে

শারদ ছুটির অবকাশে 

               আকাশ নীলে নীল

পেঁজা তুলোর মেঘ ভেসে যায় 

নীল আকাশের দূর সীমানায় 

               শঙ্খডাঙার চিল

 

বাতাস জুড়ে হিমেল ছোঁয়া 

আতর দিয়ে প্রকৃতি ধোয়া 

               সবুজ বনবীথি

দিঘির জলে পদ্ম ফোটে 

মধু খেতে ভ্রমর জোটে 

               পদ্ম-মধুর রীতি!

 

নদীর ধারে ফুলের মেলা 

ঝাউয়ের বনে হাওয়ার দোলা 

               চামর দোলায় কাশ

শিউলি ফুলও অমনি ফোটে 

গেরুয়া সাদা মিষ্টি ঠোঁটে 

               জমছে মধুর বাস!


খালে বিলে নিথর জলে 

শাপলা শালুক দলে দলে 

               খেলে শারদ খেলা 

স্থলপদ্ম- রাশি রাশি 

মুখে যে তার মোহন হাসি 

               জবা ফুলের মেলা!


রাখাল ছেলের বাঁশির সুরে 

পথটি এগোয় কোন সুদূরে 

               ফসল ভরা মাঠে

আগমনীর গানটি গেয়ে 

বাউল চলে পথটি বেয়ে

               গ্রামীণ কোনও হাটে!


এমন দিনে বছর পরে 

দুগ্গা মা যে নিজের ঘরে 

                আবার আসেন চলে

বাদল ঢুলির সাবেক ঢাক 

বাজে তাকুড় নাকুড় তাক 

               শারদীয়ার বোলে! 


খোকা খুকু তাই যে সাজে 

শারদীয়ার বাদ্যি বাজে 

                মন্দ-মধুর ছন্দ

নতুন জামায় নতুন জুতোয় 

শারদ সংখ্যা পড়ার ছুতোয় 

               পুজো পুজো গন্ধ!!

Post a Comment

Previous Post Next Post