জলখেলা
ড. সুজিতকুমার বিশ্বাস
(তোমার) গর্ভগুহায়
সক্রিয় এক
মাছ
বিষণ্ণ ব্যথা তোমার শরীর জুড়ে;
বড়শিতে গাথা বিনা সুতোটির নাচ
টোপ গিলবে না তবুও শরীর ফুড়ে।
(আমার) তেজালো
মাছের তখন ভীষণ খিদে
তোমার পুকুরে ভীষণ ধস্তাধস্তি;
সবুজ আঙিনা অনায়াসে যায় বিঁধে
জলখেলা শেষে আকাশ সকালে স্বস্তি।