এখানেই শেষ নয়
অমিত কুমার জানা
ভাঙা ইঁটের টুকরোগুলো আমরা
বারেবারে জোড়া লাগিয়ে দিই,
সারা রাত জুড়ে চার দেওয়ালের
পত্তন গড়ে তোলার চেষ্টা করি---
তারপর ভোররাতে ঘুমিয়ে পড়ি,
আবার ভোররাতে জেগে উঠি দুঃস্বপ্নের আবহে,
'একটা নৃশংস তামাটে লৌহ-কঠোর
হাতের আঘাতে ভেঙে পড়ে ভিত্তিভূমি।'
ভোরের আলোয় যে স্বপ্ন সোনালী স্থায়িত্বের
আশা জোগাবে বলে গোপন খেলা খেলছিল,
সে খেলা অচিরেই শেষ হয়ে যায়।
ভোরের আলো ফিকে হয়ে চোখের সামনে
অসময়ে নেমে আসে আশাতীত আঁধার।
আমরা আবার ইঁটের টুকরোর সন্ধানে---