কাব্যালাপ - ১

 

কাব্যালাপ

হোয়াট্‌স্‌অ্যাপে বার্তা বিনিময়

[৫ মার্চ ২০১৯ - ৫ অক্টোবর ২০১৯]

তপন বন্দ্যোপাধ্যায়              শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

  


 

02/05/2019, 13:25

 

ঝড় আসছে, নাম কী তার, ফেনি কিংবা ফণী

যে-নাম হোক, শঙ্কা আছে, দিচ্ছে চেতাবনি।

 

বৈশাখের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল - তপন উবাচ

 

02/05/2019, 13:25

 

আসুক তুমুল ঝড় খুলে কাল-বেণী,

এ গুমোট বদ্ধতা অসহ্য লাগে;

শুধু প্রাণ সংহার না হলেই হল,

ঝড়ের পূর্বাভাস পেতে চাই আগে।

 

      শুভ সকাল, শ্রীপর্ণা

 

26/05/2019, 08:18 

 

ভোর-ভোর উঠে অঞ্জলি ভরে দিলাম আজকে সব ফুল

বিভেদ মেটাতে প্রাণপাত যাঁর--সেই বিদ্রোহী নজরুল।

 

 ১১ই জ্যৈষ্ঠ কবির জন্মদিনে শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল  তপন উবাচ


26/05/2019, 08:18 

 

কোন ফুলে আছে এটা অঞ্জলি ভরে?

আমাদের কোয়ার্টারে লতা ঝুঁকে যেত

নামখানা ঝুমকোলতাও হতে পারে,

নাহলে হানিমুন ক্রীপার সম্ভবত।

 

শুভ সকাল   শ্রীপর্ণা

26/05/2019, 09:49 

 

নাম জানি না। আমি নাম দিয়েছি বর্ণবিলাস

 

26/05/2019, 09:52

 

এ লতাকে থাম বেয়ে ছাদে তোলা চাই,

সেই ঝোঁকে ডিঙি পেড়ে সূক্ষ্ম পাঁচিলে 

বয়স তখন কত  আট কিংবা নয়,

 হাত পা ফসকিয়ে মাটিতে ধপাস্!

 

 শুভ সকাল, শ্রীপর্ণা

 

26/05/2019, 09:56 

 

তা হলে তো অনেক স্মৃতি

 

26/05/2019, 09:56

 

৫-৬ বছর ধরে মেরুদণ্ডে ব্যথা,

মাধ্যমিকের পর ঘটেছিল ইতি।

 

 12/06/2019, 10:05

 

কে-ই তা়ঁকে ভাঙেন আর কে-ই বা তাঁকে জোড়েন

জটিলতার ঊর্ধ্বে তিনি, নেই তাঁর টানাপোড়েন।

 

জ্যৈষ্ঠের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল  তপন উবাচ

 

 12/06/2019, 13:51

 

নিষ্প্রাণ মূর্তির মাথা ভাঙলে প্রতিবাদ

জীবন্ত মানুষের মাথা ভাঙলে নির্বিবাদ।

      শুভ সকাল, শ্রীবচন

 

 23/06/2019, 09:01  

 

কথার পৃষ্ঠে কথা বলে বিতর্কের সূত্রপাত

কথার পৃষ্ঠে কথা লিখে উপন্যাসে কিস্তি মাত।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

23/06/2019, 09:21

 

যন্ত্র লেখকে উপন্যাস

জমছে ফেলছে দীর্ঘশ্বাস।

অনেকেই বলে, গল্প যার

এমন শানানো তলোয়ার,

বড় লেখাতেও কলম দিক,

উপন্যাসেরা জনম নিক

 

জানি তারা ভালো আমার চায়,

তাই তো এগিয়ে পথ দেখা

কিন্তু পথে কি যায় হাঁটা 

যেখানে জগদ্দল কাঁটা?

পথনির্দেশ যায় বৃথাই,

নির্দেশ নয়, পথটা চাই।

 

 সুপ্রভাত, শ্রীপর্ণা – শ্রীবচন

 

29/06/2019, 10:08  

 

কোটি বছরের পুরোনো মানুষ এত দূর পথ এসে

এখন কি সত্যি জলের অভাবে বিলুপ্তির মুখোমুখি!

ইতিহাস বলে, সব বিপর্যয়ে মানুষ উঠেছে জেগে

আবারও বেরোবে জল-অভিযানে তুড়ি মেরে সব ঝুঁকি।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

 29/06/2019, 10:37

 

জলকে এখন জলের দরে পাওয়াটাই দুষ্কর,

দুর্লভ হয়ে গেছে প্রকৃতিতে যা যা ছিল নিষ্কর!

 

সুপ্রভাত, শ্রীপর্ণা, শ্রীবচন

 

30/06/2019, 10:07

 

বৃষ্টি কখন আসবে বলে গুনছি সারাবেলা

ক্লান্ত চোখ দেখছে শুধু মেঘ-রোদ্দুর খেলা।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল  তপন উবাচ

 

30/06/2019, 11:28

 

গতকাল ছিল প্রথম ঝড়ের রাত

গতকাল ছিল বন্যার কাছে ঋণ।

তখনও ভাঙেনি মাটি দিয়ে গড়া বাঁধ,

বন্যা তখনও ভাসায়নি রাতদিন।

 

 শুভ সকাল  শ্রীবচন

 

02/07/2019, 10:01

 

মেঘপুঞ্জ থেকে বৃষ্টিবিন্দু ঝরে পড়ে

নির্নিমেষ দেখি কিছুক্ষণ

আবার নতুন করে আবিষ্কার করি

জলের অপর নাম--জীবন।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

02/07/2019, 10:10

 

বাদলা বাতাসে ভাসে জল আনমনা,

সোঁদা গন্ধে মিশে আছে বেপাড়ার ধূলো।

প্রশ্বাসে মিশে যায় কত বিষকণা,

অকারণ ফুঁসে ওঠে চাপা ভুলগুলো।

 

      n  বর্ষা বিলাপ: ক্ষণিক আবর্তে; শুভ সকাল  শ্রীবচন

 

03/07/2019, 08:19

 

সংগীত মূর্ছনা ঝমঝম ঝমঝম

ভোর থেকে বৃষ্টি পড়ে অ্যাট র‍্যাণ্ডম

পড়ুক তা ক্ষতি নেই, ডাকুক না ব্যাংরাও

রাস্তা না ডুবলে গান গাবো আমরাও।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

03/07/2019, 10:52

 

আয় বৃষ্টি ঝেঁপে

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

 

গরমে ঘরমে দেহ হল একশেষ

আকাশ পারে না দিতে ভরসা বিশেষ।

রাশি রাশি ভারা ভারা মেঘ ছাওয়া হল সারা,

তাপ প্রবাহের ফুঁয়ে সব নিঃশেষ --

গ্রীষ্ম অট্টো হাসে বর্ষা নিকেশ।

 

মৌসুমি নাম তার মিষ্টি মেয়ে,

অলস দিবস কাটে তার পথ চেয়ে।

ধান গাছ হল রোয়া, দেখা তার কোথা পাওয়া?

চাষী মরে ঘেমে নেয়ে রোদে ফাটে মাঠ।

বৃষ্টি কি গোঁসা ঘরে দিয়েছে কপাট?

 

দেরিতে হলেও বৃষ্টির মান ভাঙল।

 

শুভ সকাল  শ্রীবচন

 

04/07/2019, 08:27 

 

ইচ্ছে করে পাপড় কিনে ঘুরতে থাকি রথের মেলা

একটা দিন না হয় পেলাম হারিয়ে যাওয়া ছেলেবেলা।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

04/07/2019, 09:10

 

একটি ছোট্ট মেয়ে   স্কুল বাসে ব্যাগ কোলে।

একটি ছোট্ট মেয়ে   হাতে বাজারের থলে।

 

একটি ছোট্ট ছেলে   রথ দেখে গান ভাঁজে।

একটি ছোট্ট ছেলে   মেলায় পাঁপড় ভাজে।

 

শুভ সকাল  শ্রীবচন

05/07/2019, 08:39  

 

দূরবীণটা লাগিয়ে চোখে খুঁজছি কোথায় মেঘকণা

লিখব থিসিস বিষয় হবে বৃষ্টিদেবীর বঞ্চনা।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

05/07/2019, 09:39

 

বৃষ্টি পড়ে বুকের ভেতর,

বৃষ্টি পড়ে মনে।

মনের কোণে লুকোনো মেঘ

ডাকছে ক্ষণে ক্ষণে।

 

শুভ সকাল  শ্রীবচন

 

06/07/2019, 08:49 

 

কেউ দেখছে বাড়ির গড়ন কেউ দেখছে নীল আকাশ

কেউ দেখছে কংক্রিট ফুঁড়ে মাথা তুলছে সবুজ গাছ

কেউ দেখছে নকশাটুকু কেউ খুঁজছে কোথায় লোক

একটাই ছবি--এক-একজনের এক-একরকম দেখার চোখ।

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

 06/07/2019, 12:40

 

বান এলে দেখো উঁচু অলিন্দ থেকে,

মানুষ না খড়কুটো কী বা আসে যায়?

ঝোড়ো বৃষ্টির ছাঁট মাখো চেখে চেখে,

বানভাসি কান্নাকে শোনার কী দায়?

 

n  বর্ষা বিলাপ: ক্ষণিক আবর্তে; শুভ সকাল  শ্রীপর্ণা

 

08/07/2019, 09:15 

 

কীভাবে বাঁচছে জলহীনতায় শিখতে চাইছি অশথের কাছে

মানুষ যখন জলসংকটে গাছ কীসে থাকে এত উচ্ছ্বাসে!

 

আষাঢ়ের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

08/07/2019, 09:32

 

দেখো, এখানে পাথরেও ফোটে ফুল--

এ জগতে ভালোবাসা নেই-- সে তো ভুল।

 

ভূপেন হাজারিকা, শুভ সকাল  শ্রীপর্ণা

 

18/07/2019, 08:47 

 

প্রকৃতিও আজ উষ্ণায়ন দেখে হিসেবে করছে ভুল

ভাবছে এখন শরৎ এসেছে তাই ফোটে কাশফুল।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

18/07/2019, 09:07

 

আর ঐ দুটি ছেলে মেয়ে

খুব কি আলাদা অপু আর দুর্গার চেয়ে?

চলেছে কোথায় মেয়েটি

হাতে ধরে ভাইয়ের হাতটি।

 

n  আবহমান, সুপ্রভাত, – শ্রীপর্ণা

 

19/07/2019, 08:39 

 

নীলাকাশে কেউ এঁকে দিয়ে গেল শ্বেতশুভ্র রেখা

হয়তো বা তাতে লেখা হয়ে গেল দেশের ভাগ্যলেখা।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

19/07/2019, 09:15

 

দাগ কেটে সরে গেছ ব্যস্ত মানুষ,

জল পড়ে ক্ষত ভরে সময়ের দায়ে।

শরতের নীলাকাশে উড়িয়ে ফানুস

কার কাছে অভিযোগ আকাশের গায়ে?

 

n  বর্ষা বিলাপ: ক্ষণিক আবর্তে: সুপ্রভাত,  শ্রীপর্ণা

 

21/07/2019, 09:51 

 

ভোরে ফিসফিস--এত গুঁড়িগুঁড়ি, ইলশেও নয়, মৌরলা

তারপর হল ঝিরঝির কিছু-- বৃষ্টির এ কী ছলাকলা

একটু পরেই ঝমঝম হল ফেরে  বৃষ্টি তার ছন্দে

অতএব আজ সারাদিন ধরে মৎস্য মারি  মহানন্দে।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

21/07/2019, 3:07

 

ছিল পাতে রুই তেলঝোল কৈ

ব্যঞ্জন বাটি বাটি।

তবু মুখ কালো খুঁজি কোথা গেল

সর্ষে ইলিশ খাঁটি।

 

শুভ দ্বিপ্রহর: শ্রীপর্ণা

 

22/07/2019, 09:32  

 

আকাশে উড়ছে দেখো পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ

বিভ্রান্ত কবিকুল, কী কাব্য রচিবে বলো আজ

নিদারুণ জলাভাবে উধাও হয়েছে কবিতারা

সমস্যাসংকুল দেশ জুড়ে চলে গদ্যরাজ।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

 

23/07/2019, 12:25

 

ফোঁটা ফোঁটা জমে শোক

তিলে তিলে ক্ষয়।

শুকনো মরুভূমি চোখ

ডুবে যেতে চায়।

 

n  এনট্রপি, শুভ দ্বিপ্রহর: শ্রীপর্ণা

 

26/07/2019, 09:36

  

মাঠ ফুটিফাটা, চাষি বিনিদ্র, চায় বৃষ্টি ঝমঝম

মেঘদল এসো, ভাসাও পৃথিবী, ঢেলে যাও নির্মম।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

26/07/2019, 09:38

 

চাষি মরে ঘেমেনেয়ে রোদে ফাটে মাঠ

বৃষ্টি কি গোঁসা ঘরে দিয়েছে কপাট?

 

n  আয় বৃষ্টি, শ্রীপর্ণা

 

29/07/2019, 08:52 

 

জীবন একটি চলমান জেট

বসা তো যাবে না আসনপিঁড়ি

কিছু পেতে হলে লড়ে নিতে হবে

শর্টকাট নেই সোনার সিঁড়ির।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

29/07/2019, 09:15

 

কত দূর আর দিশাহীন পথ চলা?

কতদিন আর চোখ রাখা যায় খোলা?

দু চোখে ক্লান্তি ক্ষতবিক্ষত মন;

একাকী নিজের সঙ্গেই কথা বলা।

 

 সুপ্রভাত -– শ্রীপর্ণা

 

31/07/2019, 10:06

 

দুঃস্বপ্নের ছায়াপথ বেয়ে ত্রস্ত মানুষ হাঁটে চলে ফেরে

সেই মানুষই ঘুরছে নাগাড়ে স্বপ্নখুড়োর সেই  কলের ফেরে।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

31/07/2019, 11:48

 

ন হন্যতে কেই বা সবাই হন্যমানে।

সরল কথার হতেই পারে অন্য মানে।

 

শুভ সকাল -– শ্রীপর্ণা 

 

01/08/2019, 09:37 

 

পাহাড়চূড়ায় সূর্যাস্ত দেখে তুমি বললে

'আমার জীবনের সেরা মুহূর্ত'

কদমের ডালে থোকা থোকা ফুলের সম্ভার দেখে বললে,

'কী অপরূপ দৃশ্য'

আকাশের চলন্ত সাদা মেঘ দেখে বললে

ইস, যদি আমাকে তুলে নিয়ে যেত!'

সবকিছুই আমার সঙ্গে মিলছিল, শুধু যখন বললে,

জঙ্গলের নির্জনতা আমার ঢের অপছন্দের

আমি আশাহত, তবু ভাবলাম

জীবনের দুটো একটা পছন্দের জায়গা যদি না মেলে

কি-ই বা ক্ষতি

একসঙ্গে থাকতে গেলে সমঝোতা করতেই হয় কিছু অপছন্দও।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

01/08/2019, 10:13 

 

 স্তম্ভে ভরা একটা জীবন

স্তম্ভে শুরু স্তম্ভে ইতি।

তার ওপর যা থাকার কথা

শুরুই হয়নি সে নির্মিতি।

 

মিথ্যে স্তোক আর প্রতিশ্রুতি

স্তম্ভ জুড়ে খোদাই করা,

উপদেশের বান ডেকে যায়

তাইতো একটু নোনা ধরা।

 

শেষ হয়ে যায় আস্ত জীবন

স্তম্ভগুলো আগলে রেখে--

ইট বালি ছড় সিমেন্ট নিয়ে

অট্টালিকার স্বপ্ন দেখে...

 

শুভমস্তু. শুভ সকাল -– শ্রীপর্ণা

 

02/08/2019, 09:19  

 

নীরস মাটিতে সব মহিরুহ ক্রমে বনসাই

বিবর্ণ জীবনে আজ, ও পৃথিবী, আরও রং চাই।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

02/08/2019, 13:27 

 

উভোমুখী

 

বালিতে দহন বাতাসে প্রতিফলন

অলীক বিম্বে জলের কুটিল ছবি,

আলোর মায়ায় পূর্ণ প্রতিফলন, 

তৃষ্ণা অবুঝ হাতছানি দেয় রবি।

 

পথিক তোমার নয় এ দৃষ্টিভ্রম

মরীচিকা নয় দূরে যা দেখছ তুমি

কাঁটাঝোপ আছে ছায়াতরু কিছু কম

ঠিক তার নীচে নিবিড় তৃণভূমি।

 

প্রতীক্ষা কি শুধুই তোমার একার?

যাযাবর বলে তুমিই কি বেগবান?

খেজুর থোকা বইছে রসের ভার,

 তোমার দিকেও ধাইছে মরূদ্যান।

 

n  ক্ষণিক আবর্তে: শুভ অপরাহ্ন, শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

 

03/08/2019, 09:57  

 

ভালোবাসার মানুষটি ঠিক সময়ে ধরে রাখবে হাত

ভালোবাসার মানুষটি ভরসা জুগিয়ে যাবে সারাক্ষণ

তুমি একটা ভুল করলেও সে হেসে বলবে,

'এরকম তো হতেই পারে

চলো, আরও একটু হাঁটি'

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

03/08/2019, 10:12

 

যদি

 

যদি এই চোখে কাজল আঁকতে হয়

তবে তা চিত্র আয়না কখনও নয়।

যদি রূপটান ত্বকের ছদ্মবেশ,

যদি কলপের মিতালি পক্বকেশ

যদি প্রচ্ছদে পোশাক দারুণ দামি,

যদি বলিরেখা ঢাকতে মরিয়া আমি,

যদি যদি কটিদেশে স্নেহ কিছু বেশি বলে

সন্দেহ হয় পথিক যাচ্ছে চলে...

যদি এতগুলো যদিকে ভাবতে হয়,

তবে তা অন্য, প্রেম কিছুতেই নয়।

 

আমার আমিতে যত কিছু অগোছালো

সেইসব নিয়ে বাসতে পেরেছি ভালো।

তুমি তো কেবলই পুরুষালি থেকে গেলে,

জরিপ থামিয়ে প্রেমিক কি আর হলে?

 

 n  যদি, ক্ষণিক আবর্তে : শুভ সকাল --শ্রীপর্ণা

 

03/08/2019, 12:10

 

অভিশাপ

 

তবু আমি পাঠকহীন, আলোচনা বৃত্তের বাইরে।

একা সৃজনের অসহ্য দাহ নিয়ে গন্তব্যহীন পথে।

দ্রৌপদীর মতো অভিশাপ দিয়ে যাই সাহিত্যের

এই কুরুসভাকে। কুরুক্ষেত্রে জনক্ষয় নয়,

শুধু দুর্যোধন দুঃশাসনদের রক্তে স্নান করব বলে

এলোচুলে বসে আছি। জানি যুধিষ্ঠিরের মতো অপদার্থ

বিশ্বাসঘাতকের পাশাপাশি আমি ভীমেরও ঘরণী।

 

 শ্রাবণী দুপুর --শ্রীপর্ণা

 

05/08/2019, 09:35  

 

কাঞ্চন ফুলটি তো কাল সন্ধেও দেখে গেছি

ডালে হাসি-হাসি মুখে

আজ তার ঝরে পড়া দেখে কী যে আপশোশ

কী আর করার আছে, পরের কুঁড়িটি দেখি

ফুটি-ফুটি, এখনই ফুটবে নিশ্চয়ই

এরকমটাই তো পৃথিবীতে বসবাস

এই ছিল, এই নেই

আবার আসবে কেউ সেই আশ্বাস।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

05/08/2019, 14:00

 

ফুলের ওপর ফোঁটা ফোঁটা জল পড়া

ভেজা পাপড়ির পতন অবধারিত

সংস্পর্শে ভাঙনের ভিত গড়া,

পেতে গিয়ে সব যাবতীয় অপহৃত।

 

n  ক্ষণিক আবর্তে: শুভেচ্ছা, শ্রীপর্ণা

 

09/08/2019, 08:47 

 

আষাঢ়-শ্রাবণ আর কিছুতেই মানবে না মন

এখন বর্ষা মানে শ্রাবণ-ভাদ্র

ঋতুরও তো ইচ্ছে করে সংজ্ঞা বদল করে নিতে

দুটো মাস পৃথিবীকে রাখবে আর্দ্র।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল – তপন উবাচ

 

09/08/2019, 09:22

 

এখন বুক ফেটে যায় মুখে দেঁতো হাসি;

তখন কথায় কথায় চোখেতে বানভাসি।

দেবীর দোলায় আগমন...

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

 

15/08/2019, 06:57 

 

সাতটা দশক পেরিয়ে এসেছি

তবু বুকে জমে বহু কথা

পাওয়ার কথা যতটুকু আজও

পাইনি তো সে স্বাধীনতা।

 

১৫ই আগস্টের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল

 

15/08/2019, 08:41  

 

স্বাধীনতা? আছে তো।

ঘুষ খাওয়ার ও পাওয়ার স্বাধীনতা আছে,

বিয়ে করা বৌকে পোড়ানোর স্বাধীনতা আছে,

যত খুশি বিয়ে করে যখন খুশি তাড়ানোর স্বাধীনতা আছে,

তাড়ানোর স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা আছে,

একটি মেয়েকে দশজনে মিলে ছিঁড়েখুঁড়ে দেওয়ার স্বাধীনতা আছে,

খাঁচাবন্দী নারী-শিশু নিয়ে দাসী ব্যবসার স্বাধীনতা আছে....

তালিকা অফুরান, লিখে শেষ করা যাবে না।

শুভ হোক নতুন সকাল

যদিও কিছুই শুভ নয়,

পশুবলি বন্ধ হতে পারে,

নারীমাংস ভোজ্য থেকে যায়।

 

 শুভমস্তু : শুভ সকাল -- শ্রীপর্ণা

 

17/08/2019, 08:02 

 

আষাঢ় দিয়েছে ফাঁকি, তাই নিয়ে কত হাসাহাসি

নির্মেঘ আকাশ দেখে প্রত্যেকেই হয়েছি নির্দয়

বর্ষা ভোলেনি সেই বহুধাবিদ্ধ  অপমান,

অনর্গল দিয়ে যাচ্ছে ধারাশ্রাবণের পরিচয়।

 

ঘোরশ্রাবণের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

17/08/2019, 10:18

 

মানুষের ধর্ম এই - কী বা শীত কী বা তাপ

জল নেই হাহাকার তবু আছে বর্ষাবিলাপ।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

 

19/08/2019, 09:05 

 

কত লোক দেখো, চরাচর জুড়ে কত দৃশ্যপট

যেখানে পড়ছে দৃষ্টি

যা কিছু শুধুই তুমিই দেখছ, অন্যেরা নয়

তাকে বলে দূরদৃষ্টি।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

 19/08/2019, 14:39 

 

আজ দিন সাত আটেক ধরে

পড়ে আছি মাথা ঘুরে;

ফোন আর পিসি সঙ্গী করে

বহির্জগত রাখছি ধরে।

 

শুভ অপরাহ্ণ -- শ্রীপর্ণা

 কী হয়েছে?

Vertigo.

 

 20/08/2019, 10:02 

 

বৃষ্টির পরে রোদ যেই ওঠে চারদিক জমকালো

গাঁটছড়া থাকে রোদে আর মনে--রোদে থাকে মন ভালো।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

20/08/2019, 12:03

 

মেঘের পেছনে ক্ষণিক আড়াল পেয়ে

অসময়ে রবি অস্তাচলের পথে

সময় ঘাতক মুহূর্ত পলাতক

যদিও সবই ছকে বাঁধা আছে গতে

 

শুভ দ্বিপ্রহর -- শ্রীপর্ণা

 

21/08/2019, 09:56

  

ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকাই কাঙ্ক্ষিত

যতই থাকুক কাজের চাপ--সংসারের করণ-ঠাসা

এই জীবনে ভালো থাকার একটাই তো পাসওয়ার্ড

না যদি থাকে কারও কাছে কোনও কিছুর প্রত্যাশা।

 

 শ্রাবণের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল  তপন উবাচ

 

21/08/2019, 16:49

 

প্রস্থান

 

পান্থশালায় যাপন শেষে সবাই তো যায়,

কিছু দিন রেশ থেকে মুছে যায় পরে যতকিছ।

কালো যবনিকা দ্রুত নেমে আসে আলোর সীমায়,

চিতার আগুন আগ্রাসী হয়ে খায় সবকিছু।

 

কতটুকু ছাই শ্মশানে উড়লে হয় সদ্গতি?

কতটুকু জল বাড়াতে পারত এই পরমায়ু?

যদি সাথে পোড়ে এতটুকু এতটুকু সুখস্মৃতি

অভিমান ভুলে তবে চলে যাক এই প্রাণবায়ু

 

n  ক্ষণিক আবর্তে : শুভ সকাল – শ্রীপর্ণা

 

কিছু কিছু অবস্থান সুখের নয়, কিন্তু প্রস্থান হয়তো সুন্দর

 

24/08/2019, 09:54

 

জীবনানন্দের ধাঁচে পরজন্মে হাঁস হব ঠিক

মানুষজন্মে শুধু ঝঞ্ঝাট আর যন্ত্রণা

হাঁস হয়ে খু়ঁটে খাব পুকুরের জলে নেমে গেঁড়ি

নিশ্চিন্ত জীবন চাই, হাঁসজন্ম কিন্তু মন্দ না।

 

শ্রাবণের শুভেচ্ছাবার্তা শুভ সুন্দর সকাল  তপন উবাচ

 

24/08/2019, 15:07

 

কী হবে পরজন্ম নিয়ে ভেবে?

এই জন্মের জ্বালা তাতে কি জুড়োবে?

 

শুভ অপরাহ্ন: শ্রীপর্ণা

 

25/08/2019, 10:27 

 

সারমেয় ছোটে শাবকদের নিয়ে -- খাদ্যচিন্তা তার

কেউ কি এনেছ দুটো বিস্কুট হয়‌ খুব উপকার।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

25/08/2019, 11:35

 

মানুষকে সারমেয় বললে কার অপমান হয় –

মানুষের না সরমাপুত্রের কে জানে?

মানুষ মারা ধর্ম কারও কারও,

কেউ বা চতুস্পদের জন্য কাঁদতে জানে।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

25/08/2019, 15:30

 

মানুষকে সারমেয় কে বলে?

25/08/2019, 18:00

 

মানুষই তো বলে শুনি, বলে গাল দিয়ে;

সরমা নারীর নাম --

কী করে যে গর্ব করি মনুষত্ব নিয়ে?

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

 

25/08/2019, 19:33 

 

অভিধানে সারমেয় আছে

 

25/08/2019, 19:50

 

হুম। সরমার পুত্র -- ব্যাসবাক্য। 

জগতে সবার ভালো যত চাই মনে, 

ততই হতাশ হতে হয় ক্ষণে ক্ষণে। 

বাঘের ভালোতে কি হরিণের ভালো? 

প্রকৃতি নিজেই হিংস্র করাল ও কালো।

 

25/08/2019, 19:54 

 

ভালো টপিক। আমি দেখছি এর উৎস সন্ধানে যেতে পারি কি না

 

 26/08/2019, 10:17

 

উধাও হলেও ফিরতে হবে এই শহরে,

বিদ্রোহী মন সেই তো থাকে এই শরীরে।

 

 শরতের সূচনায়: শুভ সকাল -- শ্রীপর্ণা

 

29/08/2019, 08:32  

 

সামুদ্রিক হাওয়া এসে  ছুঁয়ে যায় ঋদ্ধ ঝাউবন

হাওয়ায় পাতায় চলে ধ্রুপদি ঢঙের সুর বোনা

রসজ্ঞ শ্রোতা যদি কৌতূহলে কান পেতে শোনো

অবশ্য শুনতে পাবে রাগসমৃদ্ধ মূর্ছনা।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল। কলকাতায় এসে স্মৃতিচারণ

 

29/08/2019, 09:04 

 

শরৎ আসবে ঠিক সোনা রোদে ঝিকমিক

চারদিকে পুজো পুজো গন্ধ।

বয়স বাঁধন ভুলে ঝাউবনে ফাঁকতালে

দিন কয় কাটানো কি মন্দ?

 

শভমস্তু : শুভ সকাল --শ্রীপর্ণা

 

30/08/2019, 09:39 

 

যেখানে যাই না কেন ঘরের শিকড় দেয় টান

দীঘা থেকে টের পাই কলকাতা শহরের ঘ্রাণ।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

31/08/2019, 09:39

 

শেকড় ছুঁতে

 

মেঘ মুলুকে আবছায়াতে

বান ভাসানো চাঁদনি রাতে

অচিন আকাশ স্বপ্ন মেখে কী সুর বাজায়?

জড়িয়ে গায়ে চাদরখানা

মাগো আমার ঘুম আসে না

ছাদের ওপর শুয়ে জেগে রাত কেটে যায়।

 

শহর জুড়ে নিয়ন আলো

ঝাঁ চকচক চোখ ধাঁধালো

রাতের তারা আকাশ ছেড়ে কোথায় লুকোয়?

এ কোন দেশে আনলে আমায়

সন্ধ্যেবেলা আঁধার ঘনায়

জ্বলছে শুধু ফুল্‌কি আলো তারায় তারায়?

 

বড্ড ভালো লাগছে আমার

সবুজ খেত সবজে খামার

চোখ জুড়োনো সব তবুও দিন কাটে না।

সময় যেন থমকে আছে

আমিই বসে সবাই কাজে

দুদিন হলে দারুণ! পরে মন টেঁকে না।

 

ফ্ল্যাটবাড়িতে দুইটি ঘরে

তিনটি মানুষ পরস্পরে

আঁকড়ে ধরে নিজের করে জগৎখানা।

ছোট্ট করে বাঁচতে শেখা

বিন্দুখানায় সিন্ধু দেখা

কম্পিউটার টিভি স্ক্রীনে বিশ্ব চেনা।

 

হাতের মুঠোয় জগৎখানাই

যখন যা চাই মুহূর্তে পাই

তবু যেন কীসের অভাব ভাল্লাগে না 

বুজলে দুচোখ অমনি দেখি

ছুটছি আমি ধূলোয় এ কী!

ডাকছে আমায় পাকুড় গাছের দোলনাখানা।

 

বর্ষার মাঠ জল থৈ থৈ

পুকুর ঘাটে হাঁস চৈ চৈ

সব কী করে আপন হল বলতে পারো?

তুমিও কি মা নিজের মনে

শহর ছেড়ে কাশের বনে

লাল মাটিতে শেকড় ছুঁতে চাও আবারো?

 

শুভ সকাল। উত্তর এত লম্বা যে দিতে দেরি হল।

 

শুভ অপরাহ্ন -- শ্রীপর্ণা

 

31/08/2019, 09:53 

 

ব্রেকার পেরিয়ে কিছুটা নামতেই একটা বড়ো ঢেউ

দু হাত দিয়ে সামলালাম

আর একটু এগোতে আরও বড়ো ঢেউ

শরীরের জোর দিয়ে তাও তো সামলে ফেললাম

পরের ঢেউটা আরও বড়ো

এক ডুবে পেরিয়ে গেলাম সেটাও

তাই পরেরটা আর এক ডুবে

ক্রমে এক নিস্তরঙ্গ সমুদ্র--যত খুশি সাঁতার কাটো

জীবনটাও তো এরকমই

প্রথম ধাক্কাগুলো সামলাতে পারলেই সমর্থ শরীর

যত খুশি সাঁতার কাটো।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল। কলকাতায় এসে স্মৃতিচারণ --তপন উবাচ

 

31/08/2019, 10:19

 

সবেরই সীমা আছে। প্রথম ধাক্কাগুলো অফুরান হলে নিরুপদ্রব স্থিতিশীল যাপন সম্ভব হয় না।

একটি দুরপনেয় অসুখে আমার নিয়তি সীমিত, কিন্তু ব্রেকারগুলো অগুনতি। 🤩

 

12/09/2019, 08:38 

 

 সেই তুমি এলে, দেরি করে এলে, আরও যদি আগে আসতে

চাষিমানুষেরা ঠিক মরসুমে ধরতে পারত কাস্তে।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

 

12/09/2019, 17:30

 

মাথাঘোরা তুমি এলে,

এসে পথ ভুলে গেলে,

দোসর করে কোমরের যন্ত্রণা।

যদি টিউমারগুলোর সাথে

তোমরা বিদায় নিতে,

অস্ত্রোপচারে এতটা কষ্ট হত না।

 

 শুভ সন্ধ্যা -- শ্রীবচন

 

15/09/2019, 10:37 

 

কতজনকে দিয়েছ কতকিছু, তুচ্ছ কিংবা অগণন

কেউ ভুলে যায়, কেউ মনে রাখে সমস্ত জীবন।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

15/09/2019, 10:54

 

মনে রাখাটাই ধর্ম

পালনে বিষম জ্বালা;

নাও আর ভুলে যাও --

যখন দেওয়ার পালা।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

 

16/09/2019, 09:07

 

মনের মতোন একজন শুধু সঙ্গী চাই

কথা বলে বলে জমে থাকা সব ক্লান্তি ঘোচাই।

 

ভাদ্রের শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

16/09/2019, 09:23

 

আমার সঙ্গী নিঃসঙ্গতা,

জমে থাকে কথা, কত ব্যাকুলতা--

তাই ভুলে করে ফেলা বাচালতা--

জমে ওঠে গ্লানি যদি এও জানি

বোবার শত্রু নেই।

শ্রাবণ আকাশে ভাদ্রের মাসে

তাই তো তফাত নেই।

 

শুভ সকাল -- শ্রীপর্ণা

19/09/2019, 07:35  

 

মানুষ পার্থিব জীব, তার থাকে অনন্ত শিকড়

শিকড়ের খোঁজে গেলে পাবে দীর্ঘ বংশলতিকা

জানতে তো ইচ্ছে করে কারা সেই পূর্বপুরুষ

কাদের প্রতিভূ হয়ে জ্বালিয়ে রেখেছি আজও শিখা।

 

আশ্বিনের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

19/09/2019, 19:13

 

আমরা কেউ শয়ম্ভু নই,

কেউ নই বানে ভেসে আসা,

তবু ছিন্নমূল হতে হয়,

ক্ষমতার একটাই ভাষা।

 

শুভ সন্ধ্যা -- শ্রীপর্ণা

 

27/09/2019, 09:09  

 

ইলশেগুঁড়িতে সাতসকালে ভিজবার কি যে ধুম

ক্যালেন্ডারে শরৎ অথচ বর্ষার মরসুম।

 

আশ্বিনের শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল --তপন উবাচ

 

 27/09/2019, 20:33

 

পুজোটা এবার ক্রন্দরত বর্ষার তান গায়;

নেমেছি পুজোর আয়োজনে, তাই বাঁচাটা হয়েছে দায়।

কী যে দলাদলি, কী যে হিংস্রতা বিষাক্ত শ্বাস নিয়ে

ছেলে ঢোকানোর হুমকি দিচ্ছে, শুনলাম কান দিয়ে!

জানি না এ কোন আস্তাকুঁড়েতে সংস্কৃতির ফুল

ফোটানোর কাজ নিয়ে পালাবার হারিয়ে ফেলেছি কূল।

 

শ্রীক্রন্দন : শুভ সন্ধ্যা -- শ্রীপর্ণা  

 

27/09/2019, 20:44 

 

দায়িত্ব নিলে কেন

 

27/09/2019, 21:02 

 

নিয়েছি কি সাধে? চাপানো হয়েছে,

পিষ্ট হচ্ছে বোধ;

যত বার আমি সরে যেতে চাই,

করা হয় গতিরোধ।

পায়ে ধরে সেধে জোয়াল কাঁধেতে

এতদিন রাখা হল,

এখন শষ্য কাটার সময়

আমি সরে গেলে ভালো।

 

শ্রীক্রন্দন : শুভ সকাল -- শ্রীপর্ণা 

 

02/10/2019, 11:26 

 

সবে চতুর্থী তবুও আজকে ঠাকুর দেখার ঢল

উদবোধন তো হয়েই গেছে তাই এত উচ্ছল। 

 

শারদীয়ার শুভেচ্ছাবার্তা, শুভ সুন্দর সকাল, বড়িশা ক্লাব --তপন উবাচ

 

02/10/2019, 11:48

 

১৬ জুন থেকে রাত্রির ঘুম

গিয়েছে বিসর্জন,

চতুর্থী আজ, চার হাতেপায়ে

চলিতেছে আয়োজন।

একদিকে ফ্ল্যাটে প্রবেশের পুজো,

অতিথির সমাগম;

ওদিকে মঞ্চে প্রতিযোগিতা

এর নাম আবাসন।

 

শ্রীক্রন্দন: শুভ সকাল -- শ্রীপর্ণা  

 

04/10/2019, 09:12 

 

মহাষষ্ঠী তে তোড়জোর চলে দেবীর অকাল বোধন

তবে তার আগে সারা হয়ে গেছে নেতাদের উদবোধন

দেবীদুর্গা হতবাক হয়ে ভাবছেন এ কী হল

আমি তো এখনও পথেই রয়েছি কার ফিতে কাটল!

 

 মহাষষ্ঠীর শুভেচ্ছাবার্তা: শুভ সুন্দর সকাল; বড়িশা প্লেয়ার্স কর্নার

 

05/10/2019, 01:04 

 

মহাষষ্ঠীর দিনটি কাটল অগ্নিপরীক্ষায়,

চিতায় প্রবেশ করার আগে দাঁড়িয়েছিলাম ঠায়!

পেটে কাটাছেঁড়া সবে হয়ে গেল বিরাম পাইনি মোটে,

কর্তা-গিন্নী তাও খেটে গেছি, যদি নিষ্কৃতি ফোটে। 

মহাষষ্ঠীর দিনটি আমার প্রথম পেপার ছিল,

একশত ছেলে করবে ঠাণ্ডা বীরত্ব চমকিল!

শিল্পীর দল ফাটিয়ে দিয়েছে যান্ত্রিক ত্রুটি নিয়ে

মনে হল আমি সশব্দে কাঁদি আনন্দে লাফ দিয়ে।

 

মহাসপ্তমীর শুভেচ্ছা : শুভ অপরাহ্ন -- শ্রীপর্ণা

 

 

Post a Comment

Previous Post Next Post