তৈরী থাকো

 

তৈরী থাকো   

বিশ্বনাথ

 

বাম থাকে,ডান থাকেআমাদের মাঝখানে

স্বত্ত্বার বাহির অন্তরে

এক দিকে ঝুঁকে থেকে,

থেকে থেকে, বেঁকে যায়মেরুদণ্ড,

কখনোকোন এক অজানা সময়ে

 

বাঁকা, ব্যাথা ভরা

আমাদের মেরুদণ্ড দিয়ে

ঘি তুলে খেয়ে গেছে

ডান হাত বাম হাত ,,,,

একটি শতাব্দী ধরে ,,,,,

 

সুমধুর ভাষ্যআমাদের বাধ্য করে,,,,

খুলে দিই বর্ম ,

ফুল রাখি দূর্গের দ্বারে,,,

 

মূর্খের মতনসরীসৃপে অফুরান

ভালোবাসা দাও,

বিষ তার যাবে না কোথাও,

শশক হওয়াটা তার ভাগ্যে লেখা নেই ,,,,

 

বুকে ঠেকা তরবারিপ্রতিহত,

করেছে কি কোনদিন

মধুর বচন??

Post a Comment

Previous Post Next Post