তৈরী থাকো
বিশ্বনাথ
বাম থাকে,ডান ও
থাকেআমাদের মাঝখানে
স্বত্ত্বার বাহির ও অন্তরে
এক দিকে ঝুঁকে থেকে,
থেকে থেকে,
বেঁকে যায়মেরুদণ্ড,
কখনোকোন এক
অজানা সময়ে…
ঐ বাঁকা,
ব্যাথা ভরা
আমাদের মেরুদণ্ড দিয়ে
ঘি তুলে খেয়ে গেছে
ডান হাত বাম হাত ,,,,
একটি শতাব্দী ধরে ,,,,,
সুমধুর ভাষ্যআমাদের বাধ্য করে,,,,
খুলে দিই বর্ম ,
ফুল রাখি দূর্গের দ্বারে,,,
মূর্খের মতনসরীসৃপে অফুরান
ভালোবাসা দাও,
বিষ তার যাবে না কোথাও,
শশক হওয়াটা তার ভাগ্যে লেখা নেই ,,,,
বুকে ঠেকা তরবারিপ্রতিহত,
করেছে কি
কোনদিন
মধুর বচন??