মৃৎশিল্প
সোমনাথ
বেনিয়া
কোন সুন্দরের আড়ালে থেকে শুধু সুন্দর খুঁজে আনো
হাতের রেখায় বসিয়ে মুগ্ধতার বেড়াজাল তৈরি করছো
উদ্দেশ্য ভুলে গেলে নীরবতা সমুদ্রের বিস্তার নিয়ে আসে
তাই কি
কপাল ঘামের প্রাচুর্য নিয়ে দিনের শেষে লবণাক্ত হ্রদ
ভিতরে ভিতরে কত ফাটল সেসব রাজকীয় যন্ত্রণা কে জানে
নিজেকে অবহেলা করার স্নিগ্ধ পর্যায়ক্রম আনে অধিষ্ঠান
নিশ্চিত পেরোতে হয় দিনের অন্নময়
যুগ, রাতের বিরহী ঘুম
কীভাবে যেন উঠে আসে আশ্চর্যের সংজ্ঞা, সংযত মুহূর্ত
একে একে বাধ্য শিশুর মতো বসে নির্দেশনামার সূত্র মেনে
রক্তকণিকার জলীয় ডালে বসে থাকে সৃষ্টির ফুটন্ত কথাবার্তা
এই সার্বিক দৃশ্য পরিচালিত
হয় ঐশী বেহালার নিমগ্ন সুরে
কত সাধনার অশ্রু ঝরে, রং-তুলির বুকজুড়ে ধূসর অন্তর্ঘাত থাকে
দৃষ্টির উদ্দীপন জানে শরীর থেকে শরীর হওয়ার কল্পিত চর্চা
...